হারিয়ে ফেলেছেন এটিএম কার্ড ? ভয় না পেয়ে যে কাজটা প্রথম করতে হবে জেনে নিন

Last Updated:

প্রত্যেক ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷

#কলকাতা: এটিএম কার্ডে (ATM Card) হারিয়ে গেলে প্যানিক না করে প্রথমেই কার্ডটি ব্লক করে দিতে হবে ৷ অন্য কোনও ব্যক্তি যাতে আপনার কার্ডের অপব্যবহার করতে না পারে তার জন্য প্রথমেই কার্ড ব্লক করে দিতে হবে ৷ ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকরা একাধিক উপায়ে তাদের এটিএম কাম ডেবিট কার্ড ব্লক করতে পারবেন ৷ এসবিআই তাদের গ্রাহকদের কল, এসএমএস, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআই ক্যুইক অ্যাপের মাধ্যমে কার্ড ব্লক করার সুবিধা দিয়ে থাকে ৷
প্রত্যেক ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ আপনার কার্ডে কোনও ভুল ব্যক্তির হাতে পড়লে আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা খোয়াতে পারেন মুহূর্তের মধ্যে ৷
advertisement
advertisement
এসএমএস-এর মাধ্যমে ব্লক করুন-
এসএমএস-এর মাধ্যমে সহজেই এটিএম কার্ড ব্লক করতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে BLOCK লিখে স্পেস দিয়ে এটিএম কার্ডের শেষ চার ডিজিট লিখে 567676 নম্বরে পাঠাতে হবে ৷ আপনার কার্ড সহজেই ব্লক হয়ে যাবে ৷
advertisement
IVR থেকে ব্লক করতে পারবেন-
টোল ফ্রি নম্বর 1800-112-211 ডায়েল করে ব্লক করাতে পারবেন আপনার এটিএম কার্ড ৷ ডায়েল করে প্রথমে ০ টিপতে হবে এরপর ১ এবং এটিএম কার্ডের ৫টি ডিজিট টাইপ করতে হবে ৷ এরপর ফের ১ টিপতেই আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে ৷
advertisement
ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং -
www.onlinesbi.com ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন
ই-সার্ভিসেস ট্যাবের মধ্যে ATM Card Services>Block ATM Card লিঙ্কে ক্লিক করতে হবে
এবার সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন যার এটিএম কাম ডেবিট কার্ড আপনি ব্লক করতে পারবেন
সমস্ত অ্যাক্টিভ ও ব্লকড কার্ড দেখতে পাবেন ৷ কার্ডের প্রথম ও শেষর চারটি ডিজিট দেখতে পাবেন
advertisement
যে কার্ড ব্লক করতে চাইছেন সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে ৷ ডিটেল ভেরিফাই করে কনফর্ম করুন ৷
এবার এসএমএস ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ডের মধ্যে একটি অথেন্টিকেশন মোড হিসেবে সিলেক্ট করতে হবে ৷
এবার মোবাইলে আসা ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ড সিলেক্ট করে কনফার্ম করতে হবে ৷
টিকিট নম্বরের সঙ্গে মেসেজ আসবে যে আপনার কার্ড ব্লক হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হারিয়ে ফেলেছেন এটিএম কার্ড ? ভয় না পেয়ে যে কাজটা প্রথম করতে হবে জেনে নিন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement