হারিয়ে ফেলেছেন এটিএম কার্ড ? ভয় না পেয়ে যে কাজটা প্রথম করতে হবে জেনে নিন

Last Updated:

প্রত্যেক ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷

#কলকাতা: এটিএম কার্ডে (ATM Card) হারিয়ে গেলে প্যানিক না করে প্রথমেই কার্ডটি ব্লক করে দিতে হবে ৷ অন্য কোনও ব্যক্তি যাতে আপনার কার্ডের অপব্যবহার করতে না পারে তার জন্য প্রথমেই কার্ড ব্লক করে দিতে হবে ৷ ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকরা একাধিক উপায়ে তাদের এটিএম কাম ডেবিট কার্ড ব্লক করতে পারবেন ৷ এসবিআই তাদের গ্রাহকদের কল, এসএমএস, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআই ক্যুইক অ্যাপের মাধ্যমে কার্ড ব্লক করার সুবিধা দিয়ে থাকে ৷
প্রত্যেক ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ আপনার কার্ডে কোনও ভুল ব্যক্তির হাতে পড়লে আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা খোয়াতে পারেন মুহূর্তের মধ্যে ৷
advertisement
advertisement
এসএমএস-এর মাধ্যমে ব্লক করুন-
এসএমএস-এর মাধ্যমে সহজেই এটিএম কার্ড ব্লক করতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে BLOCK লিখে স্পেস দিয়ে এটিএম কার্ডের শেষ চার ডিজিট লিখে 567676 নম্বরে পাঠাতে হবে ৷ আপনার কার্ড সহজেই ব্লক হয়ে যাবে ৷
advertisement
IVR থেকে ব্লক করতে পারবেন-
টোল ফ্রি নম্বর 1800-112-211 ডায়েল করে ব্লক করাতে পারবেন আপনার এটিএম কার্ড ৷ ডায়েল করে প্রথমে ০ টিপতে হবে এরপর ১ এবং এটিএম কার্ডের ৫টি ডিজিট টাইপ করতে হবে ৷ এরপর ফের ১ টিপতেই আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে ৷
advertisement
ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং -
www.onlinesbi.com ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন
ই-সার্ভিসেস ট্যাবের মধ্যে ATM Card Services>Block ATM Card লিঙ্কে ক্লিক করতে হবে
এবার সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন যার এটিএম কাম ডেবিট কার্ড আপনি ব্লক করতে পারবেন
সমস্ত অ্যাক্টিভ ও ব্লকড কার্ড দেখতে পাবেন ৷ কার্ডের প্রথম ও শেষর চারটি ডিজিট দেখতে পাবেন
advertisement
যে কার্ড ব্লক করতে চাইছেন সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে ৷ ডিটেল ভেরিফাই করে কনফর্ম করুন ৷
এবার এসএমএস ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ডের মধ্যে একটি অথেন্টিকেশন মোড হিসেবে সিলেক্ট করতে হবে ৷
এবার মোবাইলে আসা ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ড সিলেক্ট করে কনফার্ম করতে হবে ৷
টিকিট নম্বরের সঙ্গে মেসেজ আসবে যে আপনার কার্ড ব্লক হয়ে গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হারিয়ে ফেলেছেন এটিএম কার্ড ? ভয় না পেয়ে যে কাজটা প্রথম করতে হবে জেনে নিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement