PMAY Scheme: প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে সেরা হোম লোনের সুবিধা দেয় দেশের এই ব্যাঙ্কগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PMAY Scheme: দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) স্কিমে দেশের সেরা কোন ব্যাঙ্কগুলি (Banks) হোম লোন (Home Loan) দিয়ে থাকে।
#কলকাতা: সাধারণ মানুষের নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে সাহায্য করে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana / PMAY) স্কিম। সেই স্কিমে বিভিন্ন ব্যাঙ্ক হোম লোনও দিয়ে থাকে। আর এই লোন পাওয়ার জন্য নানা রকম নিয়ম এবং যোগ্যতার মাপকাঠি রয়েছে।
দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) স্কিমে দেশের সেরা কোন ব্যাঙ্কগুলি (Banks) হোম লোন (Home Loan) দিয়ে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোন স্কিমের বৈশিষ্ট্য:
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আওতায় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম (CLSS)-এর মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদা উপযুক্ত পরিবারগুলিকে বাড়ি তৈরির জন্য আর্থিক সংস্থান দেয়। এই স্কিমের আওতায় উপভোক্তারা নিজেদের রোজগারের ক্যাটেগরি অনুযায়ী ৩.০০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদের ভর্তুকি উপভোগ করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় থাকা উপযুক্ত পরিবারগুলি হল--
advertisement
advertisement
শ্রেণি | পরিবারের বার্ষিক আয় | সুদ ভর্তুকি |
ইডব্লিউএস বা EWS | ৩ লক্ষ টাকা পর্যন্ত | ৬.৫০% |
এলআইজি বা LIG | ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত | ৬.৫০% |
এমআইজি-১ বা MIG –I | ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত | ৪.০০% |
এমআইজি-২ বা MIG - II | ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত | ৩.০০% |
এসবিআই প্রধানমন্ত্রী আবাস যোজনা:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার বৈশিষ্ট্য:
এসবিআই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে আবেদনকারীর যোগ্যতা:
অ্যাক্সিস ব্যাঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনা:
‘শুভ আরম্ভ’ এবং পাওয়ার অ্যাডভান্টেজ স্কিমের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়া যাবে। এর সুবিধাগুলি হল-
মানদণ্ড | এমআইজি-১ | এমআইজি-২ | ইডব্লিউএস এবং এলআইজি |
পরিবারের বার্ষিক সর্বোচ্চ আয় | ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা | ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা | ৬ লক্ষ টাকা পর্যন্ত |
সর্বোচ্চ কার্পেট এরিয়া | ১২০ বর্গমিটার | ১৫০ বর্গমিটার | বিধিনিষেধ নেই |
ভর্তুকির জন্য উপযুক্ত সর্বোচ্চ লোনের পরিমাণ | ৯ লক্ষ টাকা | ১২ লক্ষ টাকা | ৬ লক্ষ টাকা |
সর্বোচ্চ মেয়াদ কাল | ২০ বছর | ২০ বছর | ২০ বছর |
বার্ষিক সুদের ভর্তুকি | ৪% | ৩% | ৬.৫০% |
সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ | ২.৩৫ লক্ষ টাকা | ২.৩০ লক্ষ টাকা | ২.৬৭ লক্ষ টাকা |
মহিলা মালিকানার ক্ষেত্রে বাধ্যতামূলকতা | বাধ্যতামূলক নয় | বাধ্যতামূলক নয় | বাধ্যতামূলক |
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনা:
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে আইসিআইসিআই ব্যাঙ্ক উপযুক্ত ভোক্তাদের লোন দেয়। নিম্নোক্ত ক্যাটেগরির অন্তর্ভুক্ত উপভোক্তারা এই স্কিম পাবেন--
সিএলএসএস-এর সুবিধা কারা নিতে পারেন--
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের সুবিধা--
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা:
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম বা সিএলএসএস (CLSS)-এর অন্তর্গত উপযুক্ত আবেদনকারীদের হোম লোন দেয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতে সাশ্রয়ী মূল্যের গৃহ নির্মাণই এই স্কিমের মূল লক্ষ্য। আর তার জন্য উপযুক্ত আবেদনকারীদের এই ব্যাঙ্কের তরফে সুদে ভর্তুকি দেওয়া হয়। এই স্কিমে সুবিধাভোগীরা হলেন--
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা--
এইচডিএফসি প্রধানমন্ত্রী আবাস যোজনা:
প্রথমেই জেনে নেওয়া যাক, এই স্কিমে কারা কারা গৃহ ঋণের জন্য আবেদন করতে পারেন।
এইচডিএফসি প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে লোনের জন্য আবেদন করার মাপকাঠি--
এইচডিএফসি-র অন্তর্গত প্রধানমন্ত্রী সিএলএসএস স্কিম:
সিএলএসএস স্কিমের ধরন | ইডব্লিউএস এবং এলআইজি | এমআইজি-১ | এমআইজি-২ |
বার্ষিক আয় | ৬ লক্ষ টাকা পর্যন্ত | ৬.০১ লক্ষ টাকা- ১২ লক্ষ টাকা | ১২.০১ লক্ষ টাকা- ১৮ লক্ষ টাকা |
কার্পেট এরিয়া | ৬০ বর্গমিটার | ১৬০ বর্গমিটার | ২০০ বর্গমিটার |
সুদের ভর্তুকি | ৬.৫% | ৪% | ৩% |
সর্বোচ্চ লোনের পরিমাণ, যার উপর ভর্তুকি গণনা করা হয় | ৬ লক্ষ টাকা | ৯ লক্ষ টাকা | ১২ লক্ষ টাকা |
বার্ষিক সুদের ভর্তুকি | ৪% | ৩% | ৬.৫০% |
লোন পাওয়ার উদ্দেশ্য | বাড়ি কেনা, বাড়ি বানানো অথবা বাড়ি বাড়ানোর জন্য | বাড়ি কেনা, বাড়ি বানানো অথবা বাড়ি বাড়ানোর জন্য | বাড়ি কেনা, বাড়ি বানানো অথবা বাড়ি বাড়ানোর জন্য |
সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ | ২.৬৭ লক্ষ টাকা | ২.৩৫ লক্ষ টাকা | ২.৩০ লক্ষ টাকা |
স্কিমের বৈধতা | ৩১ মার্চ, ২০২২ | ৩১ মার্চ, ২০২১ | ৩১ মার্চ, ২০২১ |
মহিলা মালিকানার ক্ষেত্রে বাধ্যতামূলকতা | বাধ্যতামূলক | বাধ্যতামূলক নয় | বাধ্যতামূলক নয় |
ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম – ইডব্লিউএস / এলআইজি--
আইডিবিআই ব্যাঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনা:
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে নগরে দরিদ্রদের বাড়ি তৈরির প্রয়োজনে আইডিবিআই ব্যাঙ্ক আর্থিক সাহায্য দেয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম (সিএলএসএস) সেই সব উপভোক্তাদের সুবিধা প্রদান করে, যারা আর্থিক ভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নিম্ন আয় গোষ্ঠীতে পড়েন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি প্রধানমন্ত্রী আবাস যোজনা:
শ্রেণি | পরিবারের বার্ষিক আয় | সুদ ভর্তুকি |
আর্থিক ভাবে দুর্বল (EWS) | ৩ লক্ষ টাকা পর্যন্ত | ৬.৫০% |
নিম্ন আয় গোষ্ঠী (LIG) | ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত | ৬.৫০% |
মধ্য আয় গোষ্ঠী-১ | ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত | ৪% |
মধ্য আয় গোষ্ঠী-২ | ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত | ৩% |
কানাড়া ব্যাঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনা:
২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছিল সরকার। দেশের যে কোনও প্রান্তের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের মাথার উপর ছাদের সংস্থান করাই ছিল এই স্কিমের মূল লক্ষ্য। দরিদ্র মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে বাড়ি বানাতে পারে, তার জন্যই এই প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পড়া উপযুক্ত উপভোক্তাদের গৃহ ঋণ দেয় কানাড়া ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের ক্ষেত্রে ১৮ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য সুদের হারে ভর্তুকির সুবিধা পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2022 11:47 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PMAY Scheme: প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে সেরা হোম লোনের সুবিধা দেয় দেশের এই ব্যাঙ্কগুলি