Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? দুর্দান্ত রিটার্ন দিচ্ছে এই ৫ ফান্ড, দেখে নিন বিস্তারিত!

Last Updated:

Mutual Fund Investment: গত পাঁচ বছরে ১৭ থেকে ১৯ শতাংশ হারে রিটার্ন মিলেছে ফান্ডগুলোতে।

#নয়াদিল্লি: ব্যাঙ্কের সুদের হার দেখে এখন মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা। মিউচুয়াল ফান্ডগুলোও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে। দিচ্ছে দুহাত ভরা রিটার্ন। ২০২২ সালে এসআইপি শুরু করার আগে ৫টি ফান্ড দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে শেয়ারখান। গত পাঁচ বছরে ১৭ থেকে ১৯ শতাংশ হারে রিটার্ন মিলেছে ফান্ডগুলোতে। শুধু তাই নয়, এক বছরে ৩০ শতাংশ পর্যন্ত রিটার্নও দিয়েছে।
এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড: গত কয়েক বছর ধরে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত এর এইউএম (অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট) হল, ৬,৮২৯ কোটি টাকা। ২৫ এপ্রিল পর্যন্ত এর নেট সম্পদ মূল্য ছিল ১৫০.৬৬ টাকা। গত এক বছরে ৩০.৮২ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড। প্রতিষ্ঠার পর থেকেই গড়ে ১৯.৮০ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। একই সময়ে গত পাঁচ বছরে এর রিটার্ন ৮৯.৭২ শতাংশ।
advertisement
advertisement
এডেলউইস মিডক্যাপ ফান্ড: এর এইউএম হল ১,৯২০ কোটি টাকা। এডেলউইস মিডক্যাপ ফান্ডের নেট সম্পদ মূল্য ৫৫.০৩ টাকা। গত এক বছরে ২৮.৮৭ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যেখানে পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ১১৫ শতাংশ। ২০১৩ সালের ১ জানুয়ারি প্রথম বাজারে আসে এডেলউইস মিডক্যাপ ফান্ড।
advertisement
কোটাক ইমার্জিং ইক্যুইটি ফান্ড: ২০০৭ সালের ৩০ মার্চ বাজারে আসে এই মিউচুয়াল ফান্ড। গত মাস অর্থাৎ মার্চ পর্যন্ত এর এইউএম ছিল ১৮, ৬৩৫ কোটি টাকা। এর নেট সম্পদের মূল্য ৭১.৫১ টাকা। গত এক বছরে ২৫.৬১ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। একই সময়ে গত পাঁচ বছরে এর রিটার্ন ছিল ৯৬.৭৬ শতাংশ।
advertisement
নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড: ১৯৯৫ সালের ৪ অক্টোবর বাজারে আসে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। গত মাস পর্যন্ত এর এইউএম ছিল ১২,০১৫ কোটি টাকা। নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ডের নেট সম্পদ মূল্য ২০১২.২১ টাকা। তহবিলটি গত এক বছরে ৩১.২১ শতাংশ এবং গত ৫ বছরে ১০২.৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
অ্যাক্সিস মিডক্যাপ ফান্ড: ২০১৩ সালে বাজারে আসে অ্যাক্সিস মিডক্যাপ ফান্ড। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত এর এইউএম ছিল ১৭,৬৪৫ কোটি টাকা। এর নেট সম্পদ মূল্য ৭৩.৬১ টাকা। অ্যাক্সিস মিডক্যাপ ফান্ড গত এক বছরে ২২.৯৯ শতাংশ এবং গত ৫ বছরে ১৪৫.১২ শতাংশ রিটার্ন দিয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? দুর্দান্ত রিটার্ন দিচ্ছে এই ৫ ফান্ড, দেখে নিন বিস্তারিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement