Tax Free Income: ট্যাক্স নিয়ে চিন্তা করার দিন শেষ! এই ৪ সহজ উপায়ে মিলবে সুরাহা
- Published by:Suvam Mukherjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Tax Free Income: আয়কর আইনে ট্যাক্স লায়াবিলিটিস কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এর জন্য ট্যাক্সের জটিল নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন
ট্যাক্স ফাঁকি দেওয়া অপরাধ। কিন্তু এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। আয়কর আইনে ট্যাক্স লায়াবিলিটিস কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এর জন্য ট্যাক্সের জটিল নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলসের নীরু আহুজা বলছেন, ‘বর্তমানে কর-মুক্ত আয় উপার্জনের জায়গা ক্রমশ কমে আসছ। তবে এখনও ট্যাক্স লায়াবিলিটিস কমানোর সুযোগ রয়েছে। সেটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হবে’।
ইনডেক্সের ব্যবহার: উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগকারীদের জন্য অভিশাপ। তবে কারও কারও কাছে আশীর্বাদস্বরূপ। ট্যাক্স আইনে বিনিয়োগকারীদের হোল্ডিং পিরিয়ডের সময় মুদ্রাস্ফীতি সূচক সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদি মূলধন লাভের উপর ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারেন। অর্থাৎ যদি কেউ তিন বছর আগে ডেট ফান্ড বা ডেট ভিত্তিক এমআইপি স্কিমে বিনিয়োগ করে বার্ষিক ১০ শতাংশ রিটার্ন পান তাহলে তাঁর ট্যাক্স দায় শূন্য।
advertisement
advertisement
স্ত্রী যদি চাকরি না করে তাহলে তাঁর মাধ্যমে বিনিয়োগ: গৃহবধূদের কাজের শেষ নেই। বাচ্চাদের দেখভাল থেকে শুরু করে সংসার সামলানো। তাঁরা যদি বিনিয়োগ করেন তাহলে কর ছাড় পাওয়া যায়। তবে ব্যাপারটা সহজ নয়। স্ত্রীকে টাকা দিলে তা করমুক্ত। কিন্তু সেই টাকা বিনিয়োগ করলে করদাতার আয়ের সঙ্গে ‘ক্লাব’ করে যায়। প্রশ্ন উঠতে পারে, তাহলে লাভ কী হল? ক্লাবিং শুধুমাত্র আয়ের প্রথম স্তরে ঘটে। যদি সেই টাকা পুনঃ বিনিয়োগ করা হয় এবং তা থেকে আয় হয়, তাহলে তা স্ত্রীর উপার্জন, ব্যক্তির নয়।
advertisement
সামান্য ছাড়ের সুবিধা: পিতামাতা যদি নাবালক সন্তানের নামে বিনিয়োগ করেন তাহলেও ক্লাবিং হয়। তবে এই ধরণের বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ে বার্ষিক ১৫০০ টাকার ছাড় দেওয়া হয়। সর্বাধিক দুই সন্তানের জন্য এই সুবিধা পাওয়া যায়।
advertisement
প্রাপ্তবয়স্ক সন্তানের সাহায্য: প্রাপ্তবয়স্ক সন্তানের নামে বিনিয়োগ করেও ট্যাক্স-সঞ্চয় করা যায়। ১৮ বছর বয়স হলেই তাকে ট্যাক্স আইন অনুযায়ী তাঁকে আলাদা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ তার উপার্জন আর পিতামাতার আয়ের সঙ্গে ক্লাব করবে না। ফলে তিনি অন্যান্য করদাতার মতোই একই ছাড় পাবেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Free Income: ট্যাক্স নিয়ে চিন্তা করার দিন শেষ! এই ৪ সহজ উপায়ে মিলবে সুরাহা