Success Story: মাত্র ১৬ বছর বয়সেই গড়ে তুলেছে কোম্পানি, পুরুলিয়ায় দুই বন্ধুর কোটি টাকার স্বপ্ন পূরণ !

Last Updated:

পুরুলিয়া জেলার আদ্রার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দুই কিশোর বন্ধু জয়ন্ত ও কৈলাশ আজ গোটা দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ১৬ বছর বয়সেই তারা গড়ে তুলেছে নিজেদের হাতে তৈরি দেশীয় স্ন্যাক্স ‘ঠেকুয়া’র অনলাইন ব্র্যান্ড ‘শুদ্ধ স্বাদ’!

+
দুই

দুই বন্ধুর কোম্পানি!

পুরুলিয়া, শান্তনু দাস: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আদ্রার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দুই কিশোর বন্ধু জয়ন্ত ও কৈলাশ আজ গোটা দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ১৬ বছর বয়সেই তারা গড়ে তুলেছে নিজেদের হাতে তৈরি দেশীয় স্ন্যাক্স ‘ঠেকুয়া’-র অনলাইন ব্র্যান্ড ‘শুদ্ধ স্বাদ’। যার খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র-সহ ভারতের নানা প্রান্তে। আশ্চর্যের বিষয় হল, এই ব্যবসা শুরু করার মাত্র তিন মাসের মাথাতেই আজ তারা কোটি টাকার স্বপ্ন পূরণ করে ফেলেছে। আদ্রার প্রত্যন্ত গ্রাম কাঁটারাঙ্গুনীর একটি ছোট্ট বাড়িতেই তাদের তৈরি ঠেকুয়া প্যাকেজিং হয়ে অনলাইনের মাধ্যমে এখন পৌঁছে যাচ্ছে বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে।
ঠেকুয়া মূলত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের জনপ্রিয় এক ধরনের মিষ্টান্ন। সাধারণত ছট পুজো উপলক্ষে এটি তৈরি হলেও এখন অনেকেই এটি স্ন্যাক্স হিসেবে উপভোগ করছেন। জানা যায়, ছট পুজোর এক মধুর স্মৃতি থেকেই জন্ম নিয়েছিল ‘শুদ্ধ স্বাদ’ ব্র্যান্ডের। সময়ের সঙ্গে সেই ছোট্ট শুরু আজ পরিণত হয়েছে এক বিশাল যাত্রায় — সারা দেশজুড়ে ‘শুদ্ধ স্বাদ’ আজ এক বিশ্বাসযোগ্য ও পরিচিত নাম।
advertisement
advertisement
স্কুলের পড়াশোনার ফাঁকেই আজ ব্যবসায়িক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে জয়ন্ত ও কৈলাশ। নিজেদের পড়াশোনার ফাঁকে প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় বের করে ঠেকুয়া তৈরি ও প্যাকেজিং করে চলেছে একাদশ শ্রেণিতে পড়া জয়ন্ত কর্মকার ও কৈলাশ বাউরি। তাদের এই উদ্যোগ আজ আর শুধু দুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নয়। ধীরে ধীরে এই কাজে যুক্ত হয়েছে আরও ১৫ জন সমবয়সী তাদেরই বন্ধু।
advertisement
জয়ন্ত ও কৈলাশ খুব ভালভাবেই বুঝেছিল, ব্যবসার কনেকশন তৈরি করার সবচেয়ে ভাল প্ল্যাটফর্ম হল সোশ্যাল মিডিয়া। তাই তারা ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শুরু করে ঠেকুয়ার ছবি ও গল্প পোস্ট করা। তারপরেই ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। মাত্র তিন মাসের মাথায় ‘শুদ্ধ স্বাদ’ হয়ে ওঠে একটি পরিচিত নাম। আজ তারা প্রতিদিন গড়ে ১০০-রও বেশি ঠেকুয়ার প্যাকেট পাঠাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: মাত্র ১৬ বছর বয়সেই গড়ে তুলেছে কোম্পানি, পুরুলিয়ায় দুই বন্ধুর কোটি টাকার স্বপ্ন পূরণ !
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement