Aadhaar কার্ডে কীভাবে সহজেই আপডেট করবেন ঠিকানা, দেখে নিন পুরো পদ্ধতি

Last Updated:

দেখে নিন আধার কার্ডে কীভাবে ঠিকানা আপডেট করবেন ৷

#নয়াদিল্লি: বর্তমানে আধার কার্ড (Aadhaar Card Update) দেশের প্রত্যেক নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে ৷ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের সাবসিডি, ফোনের সিম কার্ড থেকে সরকারি যোজনার লাভ নেওয়ার জন্য আধার নম্বর থাকা অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ তবে আধারে দেওয়া তথ্যের সঙ্গে আপনার অন্যান্য ডকুমেন্টের মিল থাকতে হবে ৷ আধারের সঙ্গে অন্য ডুকমেন্টে দেওয়া তথ্যের মিল না থাকলে সমস্যায় পড়তে হবে আপনাকে ৷
ব্যাঙ্ক, ফাইন্যান্সিয়াল ওয়ার্ক, সাবসিডির জন্য আধার কার্ডের দরকার পড়বে ৷ ঠিকানা ভুল থাকলে বা ঠিকানা বদল করে থাকলে অবশ্যই আধার কার্ডে আপডেট করে নিন ৷ দেখে নিন আধার কার্ডে কীভাবে ঠিকানা আপডেট করবেন ৷
advertisement
advertisement
বাড়িতে বসে সহজেই ঠিকানা আপডেট করতে পারবেন আধারে-
  • প্রথমে UIDAI লিঙ্কে ssup.uidai.gov.in/ssup/ লগইন করতে হবে
  • এরপর Proceed to Update Aadhaar-এ ক্লিক করতে হবে
  • এবার ১২ ডিজিটের UID নম্বর এন্টার করতে হবে
  • এন্টার করতে হবে ক্যাপচা ও সিকিউরিটি কোড
  • এবার Send ওটিপি অপশনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি নম্বর চলে আসবে
  • ওটিপি দেওয়ার পর লগইনে ক্লিক করতে হবে
  • এখানে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেল পেয়ে যাবেন
advertisement
ঠিকানা আপডেট করার জন্য ৩২ টি ডকুমেন্টের মধ্যে একটি জমা করতে হবে ৷ তাহলেই অ্যাড্রেস আপডেট হয়ে যাবে ৷
ঠিকানা আপডেট করার জন্য যে ৩২টি ডকুমেন্ট UIDAI এর তরফে বৈধ মানা হবে সেগুলি হল-
১. ব্যাঙ্ক স্টেটমেন্ট/পাসবুক
advertisement
২. পাসপোর্ট
৩. পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট/পাসবুক
৪. রেশন কার্ড
৫. ভোটার আইডি
৬. ড্রাইভিং লাইসেন্স
৭. বিদ্যুতের বিল
৮. জলের বিল
৯. টেলিফোন ল্যান্ডলাইন বিল
১০. প্রপার্টি ট্যাক্স রিসিট
১১. ক্রেডিট কার্ড স্টেটমেন্ট
১২. বিমা পলিসি
১৩. ব্যাঙ্কের লেটারহেডে লেখা ছবি-সহ ডকুমেন্ট
১৪. রেজিস্টার্ড সংস্থার লেটারহেডে লেখা ছবি-সহ ডকুমেন্ট
advertisement
১৫. MGNREGA কার্ড
১৬. পেনশনার কার্ড
১৭. ফ্রিডম ফাইটার কার্ড
১৮. কিষান পাসবুক
১৯. সিজিএইচসি কার্ড
এই লিঙ্কে https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf গিয়েও বিস্তারিত জানতে পারবেন ঠিকানা আপডেট করার জন্য UIDAI এর তরফে কোন কোন ডকুমেন্ট বৈধ হিসেবে মানা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar কার্ডে কীভাবে সহজেই আপডেট করবেন ঠিকানা, দেখে নিন পুরো পদ্ধতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement