#কলকাতা: করোনা ভাইরাস মহামারী ও গ্রাহকদের আর্থিক অবস্থার উপর তার প্রভাবের কথা মাথায় রেখে বন্ধন ব্যাঙ্ক, তার গ্রাহকদের টেলিফোন কল-এর মাধ্যমে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার ব্যবস্থা চালু করছে।
বন্ধনের অফিসাররা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র গাইডলাইনগুলি সম্পর্কেও গ্রাহকদের অবগত করাচ্ছেন। রিজার্ভ ব্যাঙ্কের নোটিসে যে ৩ মাস ঋণের কিস্তি না দেওয়ার কথা উল্লেখ রয়েছে, তার ফলে ঋণের মেয়াদ ও সুদের পরিমানের উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলি সম্পর্কেও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ৩ মাস কিস্তি না দিলেও যে ঋণের উপর সুদ লাগু হতে থাকবে, সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে গ্রাহকদের ৷
Stay indoors and meet your banking needs with Bandhan Bank Digital Banking platforms. #BankfromHome mBandhan: https://t.co/SquCUT4o3q Internet Banking: https://t.co/avN7vSM3mm BHIM UPI App: https://t.co/7aYKg3pE3M SMS and Missed Call Banking: https://t.co/gHCZrehr1Y pic.twitter.com/yR8FwdDNOf
— Bandhan Bank (@bandhanbank_in) April 6, 2020
এ ছাড়া করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্যে কিভাবে সরকারি সিদ্ধান্ত মেনে চলাফেরা করতে হবে ও স্বাস্থ্য সচেতন থাকতে হবে সে সম্পর্কে গ্রাহকদের বোঝানো হচ্ছে। আর ঋণের কিস্তি ৩ মাস পিছিয়ে দিতে চাইলে সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশন কী করতে হবে, করার কথাও বুঝিয়ে দেওয়া হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bandhan Bank