New Business Idea: ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করুন! জানুন ভার্মি কম্পোস্টের ব্যবসা নিয়ে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
New Business Idea: এতে খরচ কম কিন্তু লাভ বেশি। ইদানীং অনেক কৃষকও এই ব্যবসায় হাত পাকাচ্ছেন।
#নয়াদিল্লি: সার এমন একটা পদার্থ যা প্রয়োগ না করলে ফলন ভালো হয় না। তাই ভারতের মতো কৃষি প্রধান দেশে সারের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। করোনা পরবর্তী সময়ে অনেকেই কৃষি সংশ্লিষ্ট ব্যবসায় নামছেন। কারণ এতে খরচ কম কিন্তু লাভ বেশি। ইদানীং অনেক কৃষকও এই ব্যবসায় হাত পাকাচ্ছেন।
গোবরকে ভার্মি কম্পোস্টে রূপান্তর করে ঘরে বসেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। কীভাবে? এখানে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের ব্যবসার সাতসতেরো নিয়ে আলোচনা করা হল।
advertisement
সময়ের সঙ্গে সঙ্গে কৃষি পদ্ধতিরও পরিবর্তন ঘটছে। বর্তমানে রাসায়নিক কৃষি অপেক্ষা অর্গানিক কৃষির চাহিদা বেড়েছে। আর এই অর্গানিক কৃষির জন্য প্রয়োজন জৈব সারের। হিসেবে সাধারণত শাকসবজির খোসা, গোবর, বিভিন্ন গাছের পাতা ইত্যাদি জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু অধিক ফসল উৎপাদনের জন্য এই সমস্ত কিছুর থেকে কেঁচো সার অনেক বেশি উপযোগী। তাই ভালো ফসল উৎপাদনের জন্য বর্তমান বাজারে কেঁচো সারের চাহিদা প্রবল।
advertisement
১ মাসের বাসি গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সঙ্গে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি। জমির উর্বরতা বাড়াতেও এর ব্যবহার বহুল প্রচলিত। এতে ২-৩ শতাংশ নাইট্রোজেন, ১.৫ শতাংশ থেকে ২ শতাংশ সালফার এবং ১.৫ থেকে ২ শতাংশ পটাশ রয়েছে।
advertisement
বাড়ির সামনে ফাঁকা জায়গায় সহজেই কেঁচো সারের ব্যবসা শুরু করা যায়। এ জন্য ঘর তৈরি বা শেড দেওয়ারও দরকার নেই। শুধু পশুদের হাত থেকে বাঁচানোর জন্য জায়গাটা জাল বা বেড়া দিয়ে ঘিরে দিতে হবে।
advertisement
বাজার থেকে বড় এবং টেকসই পলিথিন কিনে আনতে হবে। তারপর জায়গা অনুযায়ী ১.৫ থেকে ২ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থে সেটা কেটে নিয়ে বিছিয়ে দিতে হবে মাটিতে। এবার তার উপর দিতে হবে গোবর। এর উচ্চতা ১ ফুট থেকে ১.৫ ফুট রাখতে হবে। তার ভেতর ভরে দিতে হবে কেঁচো। ২০টি বেডের জন্য প্রায় ১০০ কেজি কেঁচো লাগবে। এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে কম্পোস্ট।
advertisement
যেভাবে অর্গানিক কৃষির চাহিদা বেড়ে চলেছে তাতে বিক্রি ভালো হবে বলেই আশা করা যায়। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা যায়। কাছাকাছি কোনও কৃষি গবেষণা কেন্দ্র থাকলে সেখানেও যোগাযোগ করা যায়। কমপক্ষে ২০টি বেড নিয়ে ব্যবসা শুরু করলে ২ বছরের মধ্যে সেটা ৮ থেকে ১০ লাখ টাকার ব্যবসায় পরিণত হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2022 12:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করুন! জানুন ভার্মি কম্পোস্টের ব্যবসা নিয়ে!