Gold Price Today: ফের দাম বাড়ল সোনা ও রুপোর, চেক করে নিন আজ গোল্ডের লেটেস্ট রেট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এদিন রুপোর দাম ১৬২ টাকা বেড়ে প্রতি কিলোতে ৬৮৯৫২.০০ টাকায় ট্রেড করছে ৷
advertisement
এদিন বুলিয়ান মার্কেটে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ৪৯৭০২ টাকায় ব্যবসা করছে ৷ অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৫৪,২২০ টাকায় ট্রেড করছে, ২০ ক্যারেটের দাম ৪৫,১৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪০,৬৬৫ টাকা এবং ১৬ ক্যারেটের দাম ৩৬,১৪৭ টাকায় পৌঁছে গিয়েছে ৷ সরাফা বাজারে ১ কিলোগ্রাম সোনার দাম ৭০,৫৪০ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
২২ ও ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী ? ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ শুদ্ধতার হয় ৷ ২২ ক্যারেট সোনায় ৯ শতাংশ অন্য ধাতু থাকে অর্থাৎ ৯১ শতাংশ শুদ্ধতা ৷ ২২ ক্যারেট সোনায় তামা, রুপো, জিঙ্ক মিলিয়ে গয়না তৈরি করা হয়ে থাকে ৷ ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ শুদ্ধ হলেও এর থেকে গয়না বানানো যায়না ৷ গয়নার বানানোর জন্য সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
advertisement