Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....

Last Updated:

Business Idea: মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এই চাষ শুরু করা যেতে পারে ৷

#নয়াদিল্লি: ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া ৷ লেমন গ্রাস (Lemon Grass Farming) চাষ করে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ৷ এই চাষ করে কেবল এক হেক্টর জমিতে লাভ করবেন প্রায় ৪ লক্ষ টাকা ৷
কম টাকা ইনভেস্ট করে আপনিও শুরু করতে পারেন লেমন গ্রাস ফার্মিংয়ের (Lemon Grass Farming) এই ব্যবসা ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ স্বল্প বিনিয়োগে এই ব্যবসায় প্রচুর অর্থলাভ সম্ভব ৷
advertisement
advertisement
বাজারে চাহিদা তুঙ্গে-
লেমন গ্রাসের (Lemon Grass) তেলের বাজারে বিপুল চাহিদা রয়েছে ৷ এই তেল সাধারনত প্রসাধনী, সাবান, তেল ও ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর জেরে বাজারে লেমন গ্রাসের বেশ ভাল চাহিদা রয়েছে ৷ এই চাষের সুবিধা হল খরা প্রভাবিত এলাকাতেও লেমনগ্রাস চাষ সম্ভব। মাত্র এক হেক্টর জমি থেকে প্রায় ৪ লক্ষ টাকার লাভ করতে পারবেন ৷
advertisement
(New Business Opportunity) লেমন গ্রাস রোপণ করার সবচেয়ে ভাল সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মাস ৷ একবার রোপণ করার প্রায় ৬-৭ বার ফসল কাটতে হয় ৷ এক বছরে এক কাঠা জমি থেকে প্রায় ৩ থেকে ৫ লিটার তেল বের করা হয় ৷ বিক্রি করা হয় প্রায় ১,০০০ থেকে ১৫০০ টাকায় ৷ লেমন গ্রাস লাগানোর প্রায় ৩ থেকে ৫ মাসের মধ্যে প্রথম কাটা হয় ৷ এক একর জমি থেকে প্রায় ৫ টন লেমন গ্রাসের পাতা পাওয়া যায় ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এই চাষ শুরু করা যেতে পারে ৷ কিন্তু আপনার বাজেট একটু বেশি হলে প্রথমেই মেশিন ব্যবহার করতে পারবেন ৷ মেশিনের সেট আপের জন্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাগতে পারে ৷
advertisement
কীভাবে হবে আয় ? (Is lemon grass cultivation profitable?)
লেমন গ্রাসের চাষ থেকে শীঘ্রই ভাল আয় করতে পারবেন ৷ এক ক্যুইন্টাল লেমন গ্রাস থেকে ১ লিটার তেল বের হয় ৷ এর দাম বাজারে ১ হাজার থেকে ১৫০০ টাকা হয় ৷ ৫ টন লেমন গ্রাস থেকে কম পক্ষে ৩ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ লেমন গ্রাসের পাতা বিক্রি করেও ভাল টাকা উপার্জন (New Business Opportunity)করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement