Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Business Idea: মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এই চাষ শুরু করা যেতে পারে ৷
#নয়াদিল্লি: ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া ৷ লেমন গ্রাস (Lemon Grass Farming) চাষ করে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ৷ এই চাষ করে কেবল এক হেক্টর জমিতে লাভ করবেন প্রায় ৪ লক্ষ টাকা ৷
কম টাকা ইনভেস্ট করে আপনিও শুরু করতে পারেন লেমন গ্রাস ফার্মিংয়ের (Lemon Grass Farming) এই ব্যবসা ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ স্বল্প বিনিয়োগে এই ব্যবসায় প্রচুর অর্থলাভ সম্ভব ৷
advertisement
advertisement
বাজারে চাহিদা তুঙ্গে-
লেমন গ্রাসের (Lemon Grass) তেলের বাজারে বিপুল চাহিদা রয়েছে ৷ এই তেল সাধারনত প্রসাধনী, সাবান, তেল ও ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর জেরে বাজারে লেমন গ্রাসের বেশ ভাল চাহিদা রয়েছে ৷ এই চাষের সুবিধা হল খরা প্রভাবিত এলাকাতেও লেমনগ্রাস চাষ সম্ভব। মাত্র এক হেক্টর জমি থেকে প্রায় ৪ লক্ষ টাকার লাভ করতে পারবেন ৷
advertisement
(New Business Opportunity) লেমন গ্রাস রোপণ করার সবচেয়ে ভাল সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মাস ৷ একবার রোপণ করার প্রায় ৬-৭ বার ফসল কাটতে হয় ৷ এক বছরে এক কাঠা জমি থেকে প্রায় ৩ থেকে ৫ লিটার তেল বের করা হয় ৷ বিক্রি করা হয় প্রায় ১,০০০ থেকে ১৫০০ টাকায় ৷ লেমন গ্রাস লাগানোর প্রায় ৩ থেকে ৫ মাসের মধ্যে প্রথম কাটা হয় ৷ এক একর জমি থেকে প্রায় ৫ টন লেমন গ্রাসের পাতা পাওয়া যায় ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এই চাষ শুরু করা যেতে পারে ৷ কিন্তু আপনার বাজেট একটু বেশি হলে প্রথমেই মেশিন ব্যবহার করতে পারবেন ৷ মেশিনের সেট আপের জন্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাগতে পারে ৷
advertisement
কীভাবে হবে আয় ? (Is lemon grass cultivation profitable?)
লেমন গ্রাসের চাষ থেকে শীঘ্রই ভাল আয় করতে পারবেন ৷ এক ক্যুইন্টাল লেমন গ্রাস থেকে ১ লিটার তেল বের হয় ৷ এর দাম বাজারে ১ হাজার থেকে ১৫০০ টাকা হয় ৷ ৫ টন লেমন গ্রাস থেকে কম পক্ষে ৩ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ লেমন গ্রাসের পাতা বিক্রি করেও ভাল টাকা উপার্জন (New Business Opportunity)করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 8:42 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....