শুধু একটা গোটা কূপে বা একটা বগিই নয়, এমনকি সম্পূর্ণ ট্রেনই আপনি চাইলে বুক করতে পারেন? শুনতে আশ্চর্য লাগলেও একথা অস্বীকার করা যায় না যে কোনও বিশেষ অনুষ্ঠানে যেতে গিয়ে বা ট্রেনে (Indian Railways)বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে যাওয়ার সময় এমন চিন্তা অনেকেরই মাথায় আসে। কারণ যদি এমনটা করা যায় তাহলে তো কোনও অচেনা সহযাত্রীর ভিড়ই সামলাতে হবে না আপনাকে! কিন্তু সত্যি কি তা সম্ভব?
আগেই জানাতে হবে কোন ট্রেন বা কোন শ্রেণির বগি নিতে চান। তবেই একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে কোন রুটের এবং কোন দিনের সফরের জন্য ঠিক কতগুলি এবং কোন শ্রেণির বগি লাগবে সেই তথ্য দিতে হবে। আর গোটা ট্রেন চাইলে সেটিও জানাতে হবে আই আর সি টি সি
-কে। এই ফর্ম পূরণ করার পরে জমা দিতে হবে ভাড়ার টাকা। রেল ওখানেই জানিয়ে দেবে কত ভাড়া দিতে হবে।
এক জন ব্যক্তি কোনও ট্রেনের (Indian Railways) সর্বোচ্চ দু’টি বগি গোটাটা বুক করতে পারেন। আর ট্রেন বুক করতে হলে সর্বনিম্ম ১৮টি বগি নিতে হবে। আর সর্বোচ্চ ২৪টি বগি নেওয়া যায়। এর মধ্যে দু’টি জেনারেটর বগিও নিতে হবে এবং তার ভাড়া দিতে হবে। মনে রাখতে হবে, এই ভাবে ভাড়া নিয়ে শুধুই সফর করা যায়, শ্যুটিং বা অন্য কাজে ব্যবহার করা যায় না। তার জন্য আলাদা নিয়ম রয়েছে।
এবার আসি টাকার অঙ্কে। সর্বশেষ যে হিসেব জানা গিয়েছে, তাতে প্রতিটি বগি পিছু ৫০ হাজার টাকা করে নিরাপত্তার জন্য জমা রাখতে হয়। এ ছাড়াও সফরের সময়ে দিন পিছু প্রতিটি বগির জন্য দিতে হয় ১০ হাজার টাকা করে। বুকিং করতে হয় সফরের কমপক্ষে সাত দিন আগে। ধরা যাক কেউ ১৮ বগির ট্রেন নিলেন। এর মধ্যে দু’টি জেনারেটর বগি থাকবেই (Indian Railways)। এর জন্য রেজিস্ট্রেশন বাবদ খরচ পড়বে মোটামুটি ৯ লাখ টাকা। একবার গোটা ট্রেন বা বগি বুক করার পরে তা বাতিলও করা যায়। তবে সময় অনুযায়ী রেল ২ থেকে ২৫ শতাংশ ভাড়ার অর্থ কেটে নেবে সেক্ষেত্রে।