আরও রঙিন হয়ে উঠবে উৎসবের মরশুম; দিকে দিকে পৌঁছে যাবে আনন্দের বার্তা! কাজে লাগান স্ন্যাপচ্যাট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দুর্গা পুজো, নবরাত্রি, বিজয়া দশমী এবং দশেরার জন্য স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে নানা রকম স্থানীয় অগমেন্টেড রিয়ালিটি। যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় নিজেদের উৎসবের আনন্দে মেতে উঠতে তো পারবেনই, সেই সঙ্গে অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবেন আনন্দের রেশটুকু।
কলকাতা: সাধারণত গণেশ চতুর্থী থেকেই মোটামুটি শুরু হয়ে যায় উৎসবের মরশুম। তার পর একে একে আসে দুর্গা পুজো, নবরাত্রি, বিজয়া দশমী, দশেরা, দীপাবলির মতো বড় উৎসব। ফলে চারপাশ সেজে ওঠে আনন্দ আর আলোর রোশনাইয়ে। আর এই উৎসবের আনন্দে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাটও।
কিন্তু কীভাবে? দুর্গা পুজো, নবরাত্রি, বিজয়া দশমী এবং দশেরার জন্য তারা নিয়ে এসেছে নানা রকম স্থানীয় অগমেন্টেড রিয়ালিটি। যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় নিজেদের উৎসবের আনন্দে মেতে উঠতে তো পারবেনই, সেই সঙ্গে অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবেন আনন্দের রেশটুকু। ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা এই মরশুমে প্রাণবন্ত এবং ডায়নামিক এআর লেন্সের মাধ্যমে ছবি তুলতে পারবেন। সেই সঙ্গে ব্যবহারকারীরা এই তিন উৎসবের জন্য পাবেন সংস্কৃতিগত ভাবে প্রাসঙ্গিক বিটমোজি এবং মিউজিকের সুবিধাও।
advertisement
advertisement
স্ন্যাপচ্যাট ব্যবহারকারী বা স্ন্যাপচ্যাটাররা আরও নানা সুবিধা পাবেন এই ফিচারের মাধ্যমে। নয় দিন ব্যাপী নবরাত্রির এই উৎসবের মরসুমে তাঁরা পাবেন ক্রিয়েটিভ লেন্সের সুবিধা। তাতে থাকছে কিউরেটেড মিউজিক এবং কস্টিউমও। কালারফুল লেন্সের মাধ্যমে মিলবে ডান্ডিয়া এবং গরবার মতো থিম। যার ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো থিম বেছে নিতে পারবেন এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠাতে পারবেন প্রিয়জনেদের কাছে।
advertisement
দুর্গা পুজোর আনন্দ কয়েক গুণ বাড়িয়ে তুলতে স্ন্যাপচ্যাটে রয়েছে বিশেষ মহালয়া লেন্সও। এটি তৈরি করেছেন স্ন্যাপ লেন্স নেটওয়ার্ক ক্রিয়েটর তনিষ্কা। এটা দুর্গা পুজো শুরুর ঠিক সাত দিন আগে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিনেই প্রথম লাইভ গিয়েছিল। শুধু তা-ই নয়, পুজোর পাঁচ দিনের জন্যও থাকছে পাঁচটি আলাদা আলাদা উৎসব স্পেশাল লেন্স। এই লেন্সের সঙ্গে থাকবে কিউরেট করা স্থানীয় মিউজিক। আর এগুলি তৈরি করেছেন স্ন্যাপের ভারতীয় ট্যালেন্টেড টিমের লেন্স ক্রিয়েটররা- তনিষ্কা (হায়দরাবাদ), ইশপ্রীত সিং (অম্বালা), প্রদীপা অনাদি (চেন্নাই), করুণ শ্রেষ্ঠা (কাঠমাণ্ডু)।
advertisement

মূলত অশুভের বিনাশ করে শুভর জয় উদযাপন করা হয় দশেরায়। স্ন্যাপে থাকছে এই থিমের বিশেষ এআর এক্সপেরিয়েন্স। সঙ্গে থাকছে ফেস্টিভ ডিজাইনের প্রাণবন্ত ক্যানভাস এবং শুভেচ্ছাবার্তার সুবিধা। নানা ধরনের রঙ-বেরঙের এআর লেন্স থেকে মনপসন্দ বিটমোজি ক্রিয়েট করতে পারবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা। সেই সঙ্গে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন এবং উৎসব আরও রঙিন হয়ে উঠবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 3:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরও রঙিন হয়ে উঠবে উৎসবের মরশুম; দিকে দিকে পৌঁছে যাবে আনন্দের বার্তা! কাজে লাগান স্ন্যাপচ্যাট