EXCLUSIVE: সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’

Last Updated:

‘‘তৃণমূলের মতো বিজেপিতে করে খাওয়ার কোনও জায়গা নেই...।’’ সততা ও শৃঙ্খলার প্রশ্নে সুকান্তর সাবধান বাণী।

সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’
সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘দলের শৃঙ্খলা মেনে না চলে আমাদের পার্টিতে অনেকেই  'হনু' হয়ে গিয়েছিল। দল এমন ব্যবস্থা নিয়েছে  তাদের আজ আর দেখা নেই। এই নেতাকে পছন্দ নয়, ওই নেতাকে পছন্দ নয়, তা চলবে না। নিজেদের মধ্যে কোন্দলের কারণেই লোকসভার থেকে গত বিধানসভা ভোটে আমাদের ভোট কমেছে। সবাইকে নিজের নিজের বুথে নেতা হতে হবে। মানুষের পাশে থাকতে হবে। সবাইকে এক হয়ে চলতে হবে। কে মণ্ডল সভাপতি, কে জেলা সভাপতি, কে ইনচার্জ এসব দেখবেন না। ব্যক্তি নয় ,দলের চেয়ারের পদকে সম্মান করে লড়াই করুন।’’
প্রাক পুজো সম্মেলন উপলক্ষে মিলিত হয়ে গতকাল চুঁচুড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে এমনটাই বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে বিজেপি সূত্রের খবর। দলের স্থানীয় সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে মিলিত হয়ে সুকান্ত এদিন এও বলেন, ‘‘লক্ষ্য স্থির রাখতে হবে। দলে করে খেতে আসিনি। এই মানসিকতা  নিয়ে দল করতে হবে। তৃণমূলের মত বিজেপি করে খাওয়ার জায়গা নয়। বিজেপি ক্ষমতায় এলে তখন যদি কেউ দুর্নীতি করে তাহলে সেই ব্যক্তিকে আড়াল করা নয়, তাঁকে জেলে ঢোকাবে বিজেপি সরকার।’’
advertisement
advertisement
গেরুয়া শিবির সূত্রের খবর, এদিনের প্রাক পুজো সম্মেলনে হুগলি এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মী ও নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতায় পর বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তবাবু নিজেকে একজন সৎ নেতা দাবি করে বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছি,  যদি আমার বিরুদ্ধে কোনও রকম আর্থিক দুর্নীতির অভিযোগ থাকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন।’’
advertisement
কর্মী নেতৃত্বদের সততা ও শৃঙ্খলার প্রশ্নেও এদিন বার্তা দেন সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট নির্দেশ, ‘‘দলের চেয়ারকে সম্মান করুন। ব্যক্তি নয়, দলীয় কাঠামোয় পদের নির্দেশ মেনে লড়াই করুন।’’ প্রসঙ্গত, দলের শৃঙ্খলা ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বর্তমানে জেরবার বঙ্গ পদ্ম শিবির। বারবারই প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। সেই জায়গা থেকেই সুকান্ত মজুমদারের 'মন কি বাত' উঠে এল দলীয় বৈঠকে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement