অক্ষয় তৃতীয়ায় সোনায় বিপুল ছাড় দিচ্ছে এই দোকানগুলো!

Last Updated:

দেখে নেওয়া যাক এবারের অক্ষয় তৃতীয়ায় কোথা থেকে কেনাকাটা করলে তা পকেটে চাপ কমাবে।

কলকাতা: পয়লা বৈশাখ এসে গেল মানে অক্ষয় তৃতীয়াও আসছে- বৈশাখের এই দুই দিন বাঙালির কাছে বড় পুণ্যের। বিশেষ করে তৃতীয়া তিথির আধ্যাত্মিক মাহাত্ম্যও অপরিসীম, এদিন যা কেনা হয়, সেই সম্পত্তি অক্ষয় হয়। ফলে, সোনা, রুপো, হিরে এবং অন্য মূল্যবান রত্নাদি কেনার রেওয়াজ সাবেক কাল থেকেই।
তবে, সাবেক কালে মূল্যস্ফীতির মুখে পড়তে না হলেও এখন হয়। তাই স্বর্ণবিপণিরাও ক্রেতাকে আকৃষ্ট করতে নানা রকমের ছাড় নিয়ে তৈরি। দেখে নেওয়া যাক এবারের অক্ষয় তৃতীয়ায় কোথা থেকে কেনাকাটা করলে তা পকেটে চাপ কমাবে।
advertisement
advertisement
Joyalukkas
১০০০০ টাকার পুরোর গয়নায় ৫০০ টাকার গিফট ভাউচার দিচ্ছে সংস্থা। ৫০০০০ টাকার সোনা এবং হিরের গয়নায় থাকছে ১০০০ এবং ২০০০ টাকার ভাউচার। অনলাইন হোক বা দোকান- এই অফার প্রযোজ্য ২৩ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত। তবে, সোনা-রুপোর বারে এই ছাড় প্রযোজ্য নয়।
CaratLane
এখানে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে হিরের গয়নায়। সঙ্গে এসবিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। অফার প্রযোজ্য ২২ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত।
advertisement
Tanishq
সোনা এবং হিরের গয়নার মজুরিতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে টাটার এই গহনা প্রস্তুতকারক সংস্থা এবারের অক্ষয় তৃতীয়ায়।
PP Jewellers
সোনার গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড়- দাম এক ধাক্কায় অনেকটাই কমল, তাই না?
Malabar Gold and Diamonds
৩০০০০ টাকার প্রতি কেনাকাটায় ১০০ এমজি সোনার কয়েন দেবে এই সংস্থা। হিরে, রত্ন, পোলকির ক্ষেত্রে দেওয়া হবে ২০০ এমজি সোনার কয়েন। এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা পাবে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক। অফার প্রযোজ্য ২৩ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত।
advertisement
Melorra
সোনার গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড় আর হিরের গয়নার দামে পাক্কা ২৫ শতাংশ ছাড় দেবে এই সংস্থা। আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের প্রিপেইড অর্ডারে মিলবে ২ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অক্ষয় তৃতীয়ায় সোনায় বিপুল ছাড় দিচ্ছে এই দোকানগুলো!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement