AC অনেকক্ষণ চালানোর পরেও ঘর ঠান্ডা হচ্ছে না? সঠিক উচ্চতায় এসি লাগিয়েছেন তো?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এসি সঠিক উচ্চতায় না লাগালে ঘর সেভাবে ঠান্ডা হবে না। তাহলে এসি লাগানোর সঠিক উচ্চতা কী, কিংবা সঠিক জায়গা কোনটি, সেই বিষয়েই রইল কিছু জরুরি টিপস।
প্রবল গরমের হাত থেকে স্বস্তি পেতে আজকাল ঘরে ঘরে এসি। বর্তমানে এয়ার কন্ডিশনার আর বিলাসিতার সামগ্রী নয়। বরং প্রয়োজন হয়ে উঠেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এসি লাগালেও ঘর তেমন ঠান্ডা হচ্ছে না। এর জন্য দায়ী থাকতে পারে অন্যতম একটি কারণ। আর সেটা হল এসি-র উচ্চতা। অর্থাৎ এসি সঠিক উচ্চতায় না লাগালে ঘর সেভাবে ঠান্ডা হবে না। তাহলে এসি লাগানোর সঠিক উচ্চতা কী, কিংবা সঠিক জায়গা কোনটি, সেই বিষয়েই রইল কিছু জরুরি টিপস।
advertisement
advertisement
বাড়ির জন্য সঠিক এসি কোনটি? ঘরে ব্যবহারের জন্য উইন্ডো এসি একটি ভাল বিকল্প। বর্তমানে স্প্লিট এসি এবং ক্যাসেট এসি-ও বাড়িতে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। আসলে স্প্লিট এসি কিন্তু উইন্ডো এসি-র চেয়ে বেশি শক্তি সাশ্রয় করার ক্ষমতাসম্পন্ন। তাই বিদ্যুতের বিল কমাতে চাইলে উইন্ডো এসির বদলে স্প্লিট এসি বেছে নিতে হবে।
advertisement
এসি কতটা উঁচুতে এসি বসানো উচিত? ঘর যাতে ভাল মতো ঠান্ডা হয়, তার জন্য এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় এর উচ্চতার দিকে নজর করা উচিত। ঘরে এসি বসাতে হয় ৭ থেকে ৮ ফুট উচ্চতায়। এসি কখনওই খুব বেশি কিংবা খুব কম উচ্চতায় লাগানো উচিত নয়। এসি কেনার ক্ষেত্রে ইউনিটের আকার, ছাদের উচ্চতা এবং ঘরের আকারও বিবেচনা করতে হবে। ধরা যাক, ঘরের উচ্চতা ১০ ফুট। সেক্ষেত্রে ৮ ফুট উচ্চতায় এসি লাগানো উচিত। তবে ঘরের উচ্চতা যদি মাত্র ৮ ফুট হয়, তাহলে কিন্তু কম উচ্চতায় এসি লাগাতে হবে। যাতে ঘরে বাতাস সঠিক ভাবে চলাচল করতে পারে।
advertisement
advertisement
এসি লাগানোর সময় ঘরের কোণের কথা মাথায় রাখতে হবে: এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় কোন কোণে তা ইনস্টল করা হচ্ছে, সেটাও মাথায় রাখা জরুরি। বিশেষ করে স্প্লিট এসিকে কিছুটা নিচের দিকে কাত করে রাখতে হবে, যাতে এসি-র ঘনীভূত জল সঠিক ভাবে বাইরে বার হয়ে যেতে পারে। সঠিক কোণে এসি না বসানো হলে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু পরিস্থিতিতে এসি-ও খারাপ হয়ে যেতে পারে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে, যে জায়গায় এসি বসানো হচ্ছে, সেখানে আসবাবপত্র বা পর্দা থাকা উচিত নয়। এতে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়।