হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
SBI স্পেশ্যাল ডিপোজিট vs SBI ফিক্সড ডিপোজিট, দেখে নিন কোথায় মিলছে বেশি লাভ

SBI স্পেশ্যাল ডিপোজিট vs SBI ফিক্সড ডিপোজিট, দেখে নিন কোথায় মিলছে বেশি লাভ

দেখে নিন এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটে (SBI Platinum Deposits Interest Rates for the general public )কত সুদ মিলবে

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ১৫ অগাস্ট উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ একটি সুবিধার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ গ্রাহকদের জন্য এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটের সুবিধা নিয়ে এসেছে ব্যাঙ্ক ৷ এই স্কিমে গ্রাহকদের ১৫ বিপিএস বাড়তি সুদ দেওয়া হবে ৷ SBI Platinum Deposits অনুযায়ী, গ্রাহকদের ৭৫ দিন, ৫২৫ দিন ও ২২৫০ দিনের জন্য টাকা ফিক্সড করতে পারবেন ৷

স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের SBI fixed deposit এর সুবিধাও দেওয়া হয়ে থাকে ৷ দেখে নিন কোন স্কিমে টাকা ইনভেস্ট করা আপনি বেশি লাভবান হবেন ৷ এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটে স্কিমে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন ৷

দেখে নিন এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটে (SBI Platinum Deposits Interest Rates for the general public )কত সুদ মিলবে

১. প্ল্যাটিনাম ৭৫ দিনের জন্যবর্তমান সুদ - ৩.৯০ শতাংশ

প্রস্তাবিত সুদ- ৩.৯৫ শতাংশ

২. প্ল্যাটিনাম ৫২৫ দিনের জন্যবর্তমান সুদ- ৫ শতাংশপ্রস্তাবিত সুদ- ৫.১০ শতাংশ

৩. প্ল্যাটিনাম ২২৫০ দিনের জন্যবর্তমান সুদ - ৫.৪০ শতাংশপ্রস্তাবিত সুদ- ৫.৫৫ শতাংশ

এসবিআই প্ল্যাটিনামে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার (SBI Platinum Deposits Interest Rates for senior citizens)

১. প্ল্যাটিনাম ৭৫ দিনের জন্যবর্তমান সুদ- ৪.৪০ শতাংশপ্রস্তাবিত সুদ- ৪.৪৫ শতাংশ

২. প্ল্যাটিনাম ৫২৫ দিনের জন্যবর্তমান সুদ- ৫.৫০ শতাংশপ্রস্তাবিত সুদ- ৫.৬০ শতাংশ

৩. প্ল্যাটিনাম ২২৫০ দিনবর্তমান সুদ- ৬.২০ শতাংশপ্রস্তাবিত সুদ - ৫.৬০ শতাংশ

প্রবীণ নাগরিকদের জন্য স্পেশ্যাল এফডি We Care নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক ৷ প্রবীণ নাগরিকদের ৫ বছরের বা তার বেশি সময়ের এফডি-র জন্য বাড়তি ৩০ বিপিএস সুদ দেওয়া হয়ে থাকে ৷ কোনও প্রবীণ নাগরিক স্পেশ্যাল এফডি স্কিমে এফডি করালে ৬.২০ শতাংশ সুদ পাবেন ৷

স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে কত সুদ মিলছে বর্তমানে

>> 7 দিন থেকে 45 দিন – 2.9 শতাংশ>> 46 দিন থেকে 179 দিন – 3.9 শতাংশ>> 180 দিন থেকে 210 দিন – 4.4 শতাংশ>> 211 দিন থেকে এক বছরের কম সময়ে – 4.4 শতাংশ>> 1 বছর থেকে 2 বছরের কম সময়ে – 5 শতাংশ>> 2 বছর থেকে 3 বছরের কম সময়ে – 5.1 শতাংশ>> 3 বছর থেকে 5 বছরের কম সময়ে – 5.3 শতাংশ>> 5 বছর থেকে 10 বছরের কম সময়ে – 5.4 শতাংশ

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: SBI Fixed deposits, SBI Special Deposits