হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
উদ্বেগজন করোনা পরিস্থিতি, গ্রাহকদের জন্য বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের

উদ্বেগজন করোনা পরিস্থিতি, গ্রাহকদের জন্য বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের

বাড়িতে বসে ভিডিও-র মাধ্যমে কেওয়াইসি- করারও সুবিধা দেওয়া হচ্ছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের সুবিধার্থে এবার চালু করেছে ভিডিও কেওয়াইসি (Video KYC) ৷ দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। বাড়ছে উদ্বেগ। বাড়ছে উৎখণ্ঠা! সুরক্ষিত থাকার জন্য সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ করোনার চেন ভাঙার জন্য বেশ কিছু শহরে লকডাউনও জারি করা হয়েছে ৷ এরকম পরিস্থিতিতে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে যাওয়ার বদলে বাড়িতে বসেই অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক ৷ বাড়িতে বসে ভিডিও-র মাধ্যমে কেওয়াইসি- করারও সুবিধা দেওয়া হচ্ছে ৷

স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারা (Dinesh Khara) জানিয়েছেন, অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধার ঘোষণা করতে পেরে অত্যন্ত খুশি ৷ এরকম একটি পরিস্থিতি এই পরিষেবার প্রয়োজন ছিল ৷ এর জেরে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত হতে চলেছে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল সিগনেচারও তৈরি করা হবে ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফেশিয়াল রেকগনিশন টেকনোলজির মাধ্যমে এটি একটি কনট্যাক্টলেস ও পেপারলেস পদ্ধতি হতে চলেছে ৷ গত বছর বেশ কয়েকটি প্রাইভেট ব্যাঙ্ক গ্রাহকদের ভিডিও কেওয়াইসি-র সুবিধা দিয়েছিল ৷

YONO অ্যাপের মাধ্যমে এভাবে করতে পারেন ভিডিও কেওয়াইসি

নিজের ফোনে YONO অ্যাপ ডাউনলোড করতে পারেন‘New to SBI’ এ ক্লিক করে ‘Insta Plus Savings Account’ সিলেক্ট করুন

এরপর অ্যাপে নিজের আধার ডিটেল দিনআধার অথেন্টিকেশন হওয়ার পর নিজের পার্সোনাল ডিটেল দিতে হবেএরপর কেওয়াইসি প্রক্রিয়ার জন্য একটি ভিডিও কল শিডিউল করতে হবেভিডিও কেওয়াইসির পর স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: SBI