Russia-Ukraine War: টানা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, ধ্বংসস্তূপে পরিণত মারিউপোল!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চেরনোবিলে পরমাণু কেন্দ্রের একটি ল্যাবরেটরি ধ্বংস করল রুশ সেনা। পরমাণু কেন্দ্রের বাইরে অগ্নিকাণ্ড ঘিরে বাড়ছে আতঙ্ক (Russia-Ukraine War)।
কিভ: টানা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। ধ্বংসস্তূপে পরিণত মারিউপোল। ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। চেরনোবিলে পরমাণু কেন্দ্রের একটি ল্যাবরেটরি ধ্বংস করল রুশ সেনা। পরমাণু কেন্দ্রের বাইরে অগ্নিকাণ্ড ঘিরে বাড়ছে আতঙ্ক (Russia-Ukraine War)।
কখনও মিসাইল হামলা। কখনও রাস্তায় ট্যাঙ্কের গোলাবর্ষণ। টানা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। ধ্বংস্তূপে পরিণত মারিউপোল। উপগ্রহ চিত্রে শহরের আকাশে কালো ধোঁয়া।
advertisement
মারিউপোলের রাস্তায় ঢুকে পড়েছে রুশ ট্যাঙ্ক। মাঝেমধ্যেই চলছে গোলাবর্ষণ। চেরনোবিল পরমাণবিক কেন্দ্র তাদের দখলে বলে আগেই দাবি করে রাশিয়া। সেখানেই একটি ল্যাবরেটরি ধ্বংস করে দিয়েছে তারা। অভিযোগ, চালানো হয় লুঠপাট।
advertisement
চেরনোবিল পরমাণু কেন্দ্রের বাইরে দাউদাউ করে জ্বলছে গাছপালা ৷ ইউক্রনের অভিযোগ, রাশিয়ার গোলাবর্ষণেই এই আগুন ৷ পরমাণু কেন্দ্রের বাইরে আগুনের জেরে ছড়িয়েছে আতঙ্ক ৷
advertisement
চেরনোবিলে আগুন। লুহানৎস্কেও আগুন। পুড়ছে বনাঞ্চল। এখানেই একটি তেল শোধনাগারেও হামলা। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে শোধনাগারটিকে। খারকিভে লাগাতার রুশ হামলা। আবাসনে আগুন। লুহানৎস্কেও দাউদাউ করে জ্বলছে বাড়ি। পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। কিভ, খারকিভ, মারিউপোলে প্রবল প্রতিরোধ গড়ে তুলছে তারা। যুদ্ধের মধ্যে আতঙ্কের পরিবেশ। কেউ দিন কাটাচ্ছেন বাঙ্কারে। কেউ দেশ ছাড়ছেন। বাইরে চলছে গোলাবর্ষন। কিভ স্টেশনে সাময়িক আশ্রয়। সেখানেই নিজের মতো করে খেলায় মেতে শিশুরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia-Ukraine War: টানা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, ধ্বংসস্তূপে পরিণত মারিউপোল!