Reserve Bank Of India: এটিএম কার্ডের জালিয়াতি রুখতে এবার নতুন পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের

Last Updated:

এ জন্য ব্যবহার করা হবে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থা। এতে কমবে কার্ডে প্রতারণা।

Reserve Bank started without atm money transaction through UPIReserve Bank started without atm money transaction through UPI
Reserve Bank started without atm money transaction through UPIReserve Bank started without atm money transaction through UPI
#কলকাতা: করোনার মধ্যে এক দিকে ব্যাঙ্ক-এটিএমে যাওয়ার অনীহা। অন্যদিকে বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন বৃদ্ধির হাত ধরে জালিয়াতি বেড়ে যাওয়া। এই প্রেক্ষিতে গ্রাহক নিরাপত্তায় জোর দিতে উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক। এ বার থেকে কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার সুবিধা সব ব্যাঙ্কের জন্যই খুলে দেওয়া হবে। এ জন্য ব্যবহার করা হবে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থা। এতে কমবে কার্ডে প্রতারণা।
এখন সাধারণত এটিএম থেকে টাকা তুলতে লাগে ডেবিট বা ক্রেডিট কার্ড। এতে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং-এর মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থাকে। অতীতে এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে ভুরি ভুরি। যেখানে একটি কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হয়। নতুন ব্যবস্থায় টাকা তোলার সময়ে কার্ড ব্যবহার করা হবে না বলে এই ধরনের জালিয়াতির সুযোগ কমবে।
advertisement
advertisement
এ নিয়ে ইউপিআই ব্যবস্থার পরিচালন কর্তৃপক্ষ এনপিসিআই, সব ব্যাঙ্ক এবং এটিএম সংস্থাগুলির কাছে শীঘ্রই নিয়মাবলী পাঠাতে চলেছে বলে খবর। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই উদ্যোগের ফলে ডিজিটাল প্রতারণা ঠেকানো যাবে। তবে যেভাবে সাইবার প্রতারকরা আধুনিক প্রযুক্তিতে হাতিয়ার করে গ্রাহকদের প্রায় প্রতিদিনই শিকার করছে তাতে এই নয়া উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তার উত্তর দেবে সময়ই।
advertisement
Venkateswar Lahiri
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reserve Bank Of India: এটিএম কার্ডের জালিয়াতি রুখতে এবার নতুন পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement