Liam Livingstnoe Six: ওরে বাবা কত্ত বড় ছক্কা! কী ব্যাট দিয়ে মারলে, লিয়াম লিভিংস্টোনের ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন লিয়াম লিভিংস্টোনের ছক্কার (Liam Livingstnoe Six) ভাইরাল ভিডিও (Vira Video)
#মুম্বই: লিয়াম লিভিংস্টোন (Liam Livingstnoe Six) একবার ফের নিজের আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবে প্রমাণ করলেন৷ আইপিএল ২০২২ (IPL 2022) এক ম্যাচে মঙ্গলবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিনি ১০ বলে ৩০ রান করেন৷ তিনি ম্যাচে ১১৭ মিটারের বিশাল লম্বা ছক্কা মারেন৷ এটা এখনও অবধি আইপিএলের সবচেয়ে লম্বা ছক্কা৷ ম্যাচ গুজরাতের প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৩ রান করে৷ জবাবে পঞ্জাব ১৬ ওভারে ২ উইকেটে লক্ষ্য পূরণ করে নেয়৷ আসলে তখনও খেলার ২৪ বল বাকি ছিল৷ শিখর ধাওয়ান অর্ধশতরান করেন৷ পঞ্জাব ১০ ম্যাচে এটা পঞ্চম জয়৷ তার সঙ্গে তারা প্লেঅফের সম্ভবনা বর্তমান রাখলেন৷
পঞ্জাব কিংসের ইনিংসের ১৬তম ওভারে মহম্মদ শামি বল করছিলেন৷ লিয়াম লিভিংস্টোনকে প্রথমে বল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে ১১৭ মিটারের ছক্কা মারেন৷ তাঁর এই শটের পর রশিদ খান এসে তাঁর ব্যাট পরীক্ষা করেন৷ তিনি এরপরের দুটি বলেও ছক্কা মারেন৷ পাশাপশি ২ টি চারও মারেন৷ এই ওভারে মোট ২৮ রান হয়৷ এর আগে এইবারের আইপিএলের সবচেয়ে বড় ছয় মুম্বই ইন্ডিয়ান্সের ডেবা্ড ব্রেবিস লাগিয়েছিলেন৷ তিনি ১১২ মিটারের ছক্কা মেরেছিলেন৷ আইপিএল ২০২২ -র তৃতীয় সবচেয়ে বড় ছয়ও লিয়াম লিভিংস্টোনই মেরেছেন৷ সেই ছক্কা ১০৮ মিটারের৷
advertisement
advertisement
দেখে নিন লিয়াম লিভিংস্টোনের ছক্কার (Liam Livingstnoe Six) ভাইরাল ভিডিও (Vira Video)
117m SIX by Liam Livingstone. This was quite a hit. @liaml4893 #IPL2022 @IPL
pic.twitter.com/8fEy5UYcrt — Waadaplaya!!! 🏏 #IPL2022 (@waadaplaya) May 4, 2022
advertisement
১৩৮ বলে ৩৫০ রান করেছেন
ইংল্যান্ডের ২৮ বছরের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ক্লাব ক্রিকেটের এক ম্যাচে ৩৫০ রানের রেকর্ড ইনিংস খেলেছেন৷ তিনি এপ্রিলের ২০১৫ তে নেনবিচের পক্ষ থেকে খেলতে গিয়ে ১৩৮ বলে ৩৫০ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ৩৪ টি চার ও ২৭ টি ছয় মেরেছিলেন৷ টিম ৪৫ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান করেছিল৷ জবাবে বিপক্ষ দল মাত্র ৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ এই ভাবে লিভিংস্টোন দলের এই লড়াইতে ৫০০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল৷
advertisement
লিয়াম লিভিংস্টোন টি ২০ -র রেকর্ড দারুণ৷ এই মোকাবিলায় ১৭৬ ম্যাচে ২৯ গড়ে ৪৩৭৩ রান করেন৷ ২ টি শতরান এবং ২৬ টি অর্ধশতরান রয়েছেন৷ স্ট্রাইকরেট ১৪৬ ৷ আক্রমণাত্মক ক্রিকেট খেলেন তিনি আরও বোঝা যায় কারণ তিনি ২৫০ টি ছক্কা মেরেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 10:40 AM IST

