ডিজিটাল বিপ্লব চলছেই Jio-র, দেখতে দেখতে বছর ২...

Last Updated:

ফ্রি ভয়েস কল একসময় স্বপ্ন ছিল ভারতবাসীর৷ বাস্তব করেছে জিও৷ সব প্ল্যানেই যত ইচ্ছে কথা বলুন৷ সঙ্গে একগুচ্ছে ডেটা৷ যার জেরে, ভারতবাসী একসময় মাসে গড়ে ২০ কোটি জিবি ডেটা ব্যবহার করত, জিও আসায় তা বেড়ে হয়েছে ৩৭০ কোটি জিবি৷

#মুম্বই: বছর দুই আগের ঘটনা৷ একটি বিপ্লবের ঘটনা৷ ডিজিটাল বিপ্লব৷ ঠিক ধরেছেন, Jio নামের একটি বিপ্লব৷ ভারত যখন ডিজিটাল হওয়ার পথে, তখনই রিলায়েন্স সেই উদ্যোগে অনুঘটকের মতো বাজারে আনল ভারতের সবচেয়ে সস্তা মোবাইল নেটওয়ার্ক৷ ভয়েস কল করতে টাকা লাগে না, Jio না-এলে জানতেই পারতেন না দেশের মানুষ৷ ইন্টারনেট ডেটার জন্য সেই একগুচ্ছ খরচের দিন বদলে গেল এক দিনে৷ এখন মানুষ কত জিবি ডেটা ফ্রি? সেই প্রশ্ন করেন৷
জিও মানেই যেন, পকেট খসবে না, কিন্ত‌ু অফুরন্ত পরিষেবা৷ মোবাইল থেকে শুরু করে ব্রডব্যান্ড৷ অক্সিজেন অফ ডিজিটাল লাইফ৷ দেখতে দেখতে ২ বছর তো ঘুরল, কেমন কাটল জিও ও ভারতবাসীর বন্ধুত্ব? জার্নিটায় একটু ফিরে দেখা যাক৷
আরও পড়ুন: আয়ের বিচারে ভোডাফোনকে টপকে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা জিও
বিশ্বের বৃহত্তম IP নেটওয়ার্ক: বিশ্বের বৃহত্তম IP নেটওয়ার্কের সৌজন্যে দেশের প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছে নেটওয়ার্ক৷ বিপুল বিস্তৃত LTE কভারেজ, জিও ছাড়া ভারতের আর কোনও টেলিকম সংস্থার নেই৷ ভারতের মোট জনসংখ্যার ৯৯ শতাংশের কাছেই জিও খুব শীঘ্র পৌঁছে যাবে৷ গত ২৫ বছরে ২জি কভারেজের চেয়ে বেশি ৪জি কভারেজ হয়েছে জিও-র সৌজন্যে৷
advertisement
advertisement
আরও পড়ুন: জিও গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে পরিষেবা মিলবে দু’মাস
ফ্রি ভয়েস কল একসময় স্বপ্ন ছিল ভারতবাসীর৷ বাস্তব করেছে জিও৷ সব প্ল্যানেই যত ইচ্ছে কথা বলুন৷ সঙ্গে একগুচ্ছে ডেটা৷ যার জেরে, ভারতবাসী একসময় মাসে গড়ে ২০ কোটি জিবি ডেটা ব্যবহার করত, জিও আসায় তা বেড়ে হয়েছে ৩৭০ কোটি জিবি৷ এর মধ্যে ২৪০ কোটি জিবি শুধু জিও-রই৷
advertisement
রিলাযেন্স ইন্ডাস্ট্রিজ-এর  কর্ণধার মুকেশ আম্বানি রিলাযেন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি
প্রতিদিন বাড়ছে গ্রাহক সংখ্যা৷ বিশ্বের কোনও প্রযুক্তি সংস্থার গ্রাহক এত দ্রুত হারে বাড়েনি৷ প্রতি সেকেন্ডে ৭ জন করে গ্রাহক বাড়ে জিও-তে৷ যার নির্যাস, লঞ্চ করার ১৭০ দিনের মধ্যেই ১০ কোটি গ্রাহক হয়ে যায় Jio-র৷
advertisement
সস্তায় প্রচুর ডেটা: বছর ২ আগেও যখন জিবি পরিমাণ ডেটা সব নেটওয়ার্ক থেকে কিনতে ২৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত একমাসে লেগে যেত, জিও প্রথমবার মাত্র ১৫ টাকারও কমে ১ জিবি ডেটা দেওয়া শুরু করে৷ যাঁরা জিও গ্রাহক, তাঁরা জানেন, কতটা সস্তা৷
TRAI-এর স্পিড টেস্ট পোর্টাল বলছে, ৪জি নেটওয়ার্ক কভারেজে Jio-র আশপাশে কেউ নেই৷ প্রতি মাসেই ডেটা স্পিড ও কভারেজে এক নম্বরে৷
advertisement
ট্যারিফ স্পেসিফিকেশন: Jio আসার আগে ভারতে বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের মোট ২২ হাজার প্ল্যান ছিল৷ Jio আসার পরে টেক্কা দিতে বিভিন্ন রকমের প্ল্যান আনতে শুরু করে দেয় মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি৷ কিন্ত‌ু মানুষকে বিভ্রান্ত করে না জিও৷ তাই কয়েকটি নির্দিষ্ট ও সহজ প্ল্যানই রাখা হয়েছে৷
ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধি: জিও আসার পরে, ফেসবুক, ইউটিউব-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারী হুড়হুড় করে বাড়তে থাকে ভারতে৷ বর্তমানে গুগল ও ফেসবুক-এর সবচেয়ে অ্যাক্টিভ মার্কেট ভারত৷
advertisement
ডিভাইস ইকোসিস্টেম বৃদ্ধি: রিলায়েন্স রিটেল-এর V
জিও ফোন জিও ফোন
oLTE ডিভাইস LYF লঞ্চ করার পর থেকেই, বাকি ব্র্যান্ডগুলি LTE ফোন তৈরিতেই বেশি ফোকাস করতে শুরু করে৷ JioFi বাজারে আসার পর থেকে একাধিক ডিভাইসে ডিজিটাল লাইফ উপভোগ করছেন ভারতের মানুষ৷ এমনকী পুরনো 2G/3G মোবাইলেও VoLTE কল-এর সুবিধা পাচ্ছেন সবাই৷
advertisement
Jio ফোন: ফিচার ফোন ব্যবহারকারীরা এখন স্মার্টফোনের সুবিধা পাচ্ছেন JioPhone আসায়৷ ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে জিও ফোনের বিক্রির সংখ্যা ২.৫ কোটি, যা খুব শীঘ্রই ১০ কোটি ছোঁবে৷ মাত্র ৫০১ টাকায় পুরোন ফিচার ফোনের বদলে জিও ফোনের সুবিধা৷ ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ডিজিটাল হয়ে যাচ্ছেন৷
গত ২ বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অধিগ্রহম করেছে মিউজিক পোর্টাল Saavn, Eros ও ALT Balaji, শীতকালীন অলিম্পিক, নিদাহাস ট্রফির ডিজিটাল স্বত্ত্বও ছিল জিও-র৷ শিক্ষাতেও Embibe-র মতো শিক্ষার অ্যাপ-এর বেশির ভাগই অধিগ্রহণ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ব্যাঙ্কিং ও ৮ থেকে দশম শ্রেণি পরীক্ষায় পড়ুয়াদের সাহায্য করে Embibe অ্যাপটি৷ জিও-র নিজস্ব অ্যাপ, MyJio ও Jio TV-র ডাউনলোডও রোজ বাড়ছে৷
জিও-র লক্ষ্য, ব্রডব্যান্ডে কানেক্টিভিটিতে ভারতকে বিশ্বের প্রথম ৫ দেশের মধ্যে তুলে ধরা৷ জিও পারবেই৷ ভারত ডিজিটাল হচ্ছে৷
আরও ভিডিয়ো: প্রজাতন্ত্র দিবসে জিও-র দুর্দান্ত অফার
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল বিপ্লব চলছেই Jio-র, দেখতে দেখতে বছর ২...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement