আয়ের বিচারে ভোডাফোনকে টপকে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা জিও
Last Updated:
দুর্বার গতিতে এগিয়ে চলেছে জিও ৷ আবির্ভাবের পরেই একের পর এক দুর্দান্ত অফারে গোটা দেশের টেলিকম ব্যবসায় বিপ্লব ঘটিয়েছে জিও ৷ এবার রেভেনিউ মার্কেট শেয়ারে (আয়ের হিসেবে) ভোডাফোন ইন্ডিয়াকেও টপকে গেল রিলায়েন্সের টেলিকম সংস্থা ৷ দেশে টেলিকম সংস্থাগুলির মধ্যে আয়ের হিসেবে শীর্ষে রয়েছে ভারতী এয়ারটেল ৷ এতদিন দ্বিতীয় স্থানে থাকা ভোডাফোনকে এবার টপকে গেল মুকেশ আম্বানির সংস্থা ৷
advertisement
advertisement
ডেটা এখন আগের তুলনায় অনেক সস্তা হয়েছে ভারতে ৷ অধিকাংশ মানুষের হাতেই স্মার্টফোনের পাশাপাশি ৪জি সিম রয়েছে ৷ VoLte পরিষেবা প্রদাণের পর কলিং এবং নেট সার্ফিংয়ের মানও অনেক ভাল হয়েছে ৷ জিও-র ডেটাগিরি প্রভাব ফেলেছে বাকী টেলিকম সংস্থাদের ব্যবসাতেও ৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এখন সব সংস্থাই অনেক কম দামে বিপুল পরিমাণে ডেটা এবং ফ্রি কলিংয়ের প্যাক নিয়ে এসেছে ৷
advertisement
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Trai)-র রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের জুন মাসের শেষে ২৫৩ বেসিস পয়েন্ট (bps) ২২.৪ শতাংশে শেষ করেছে জিও ৷ ভোডাফোন ইন্ডিয়ার সেখানে ১৯.৩ শতাংশ এবং কুমার মঙ্গলম বিড়লার সংস্থা আইডিয়ার শেয়ার ১০৬ bps কমে দাঁড়িয়েছে ১৫.৪ শতাংশে ৷ এপ্রিল-জুন ২০১৯ পর্যন্ত জিও-র আয় ৭২০০ কোটি টাকা, এয়ারটেল ১০,২০০ কোটি এবং ভোডাফোন ইন্ডিয়ার আয়ের পরিমাণ ৬২০০ কোটি টাকা ৷