রিলায়েন্স জিও-এর নতুন অফার, ১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবা
Last Updated:
লঞ্চের পর থেকেই একের পর এক অফার দিয়ে গ্রাহকদের চমকে দিয়েছে রিলায়েন্স জিও ৷
#মুম্বই: লঞ্চের পর থেকেই একের পর এক অফার দিয়ে গ্রাহকদের চমকে দিয়েছে রিলায়েন্স জিও ৷ আবারও গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও ৷ বহু প্রতীক্ষার পর শুক্রবারই ভারতে আইফোন ৭-এর বিক্রি শুরু হয়েছে ৷ এবার আইফোন ৭ এবং আইফোন৭প্লাস গ্রাহকদের জন্য ১২ মাসের ফ্রি ফোর জি ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রিলায়েন্স জিও ৷
ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ এযাবৎকালের মধ্যে লঞ্চ হওয়া আইফোনগুলির মধ্যে সবথেকে উন্নত আইফোন ৭ ৷ শুক্রবার মুম্বইয়ে আইফোন ৭-এর প্রথম ক্রেতার হাতে মোবাইলটি তুলে দেওয়ার পর আকাশ আম্বানি রিলায়েন্স জিও-র এই নতুন ডেটা অফারের কথা ঘোষণা করেন ৷
ভারতের সমস্ত রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং বাছাই করা অ্যাপেল প্রিমিয়াম রিসেলার এবং অ্যাপেল অথোরাইজড রিসেলার স্টোর থেকে কেনা সমস্ত নতুন আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসে এই অফার পাওয়া যাবে ৷ ফোন কেনার পর একবছর পর্যন্ত এই অফার বৈধ থাকবে ৷
advertisement
advertisement
চলতি বছরের ৫ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পর প্রথম তিনমাসের জন্য গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ফোর জি ইন্টারনেট পরিষেবা ও ভয়েস কলের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে টেলিকমের দুনিয়ায় বিপ্লব ঘোষণা করে জিও ৷ কোম্পানি ১০ কোটি গ্রাহকের লক্ষ্য পূরণের জন্য সবথেকে উন্নত ফোর জি হ্যান্ডসেট আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস গ্রাহকদের জন্যে এই আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে ৷
advertisement
বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা নিতে রিলায়েন্স জিও-এর সিম সংগ্রহ করতে গ্রাহকদের উৎসাহ তুঙ্গে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2016 1:42 PM IST