এবার এই ব্যাঙ্কগুলি মার্জ হতে চলেছে, গাইডলাইন জারি করল RBI

Last Updated:

ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের স্বীকৃতি বাধ্যতামূলক ৷

#নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কো-অপারেটিভ ব্যাঙ্ক মার্জ করার ইঙ্গিত দিয়ে বড় ঘোষণা করেছে ৷ সোমবার আরবিআই-এর তরফে জানানো হয়েছে বিভিন্ন শর্ত মেনে জেলা কেন্দ্রীয় সহকারি ব্যাঙ্ককে (DCCB) রাজ্য সহকারি ব্যাঙ্কের (STCB) সঙ্গে মার্জ করার পর্যালোচনা চলছে ৷ একটি রাজ্য সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ও জেলা কেন্দ্রীয় কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আরবিআই-এর অধীনে আনার জন্য কেন্দ্র সরকারের তরফে অ্যাক্ট নিয়ে এসেছিল ৷ এই ব্যাঙ্কিং রেগুলেশন (Amendment) অ্যাক্ট ২০২০, কো-অপারেটিভ ব্যাঙ্কের জন্য ১ এপ্রিল ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷ ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের স্বীকৃতি বাধ্যতামূলক ৷
RBI এর গাইডলাইন অনুযায়ী, ব্যাঙ্কগুলির মার্জারের (Bank Merger) জন্য শেয়ারহোল্ডার্দের সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার হবে ৷ এর পাশাপাশি নার্বাড-কে (NABARD) রাজ্য সরকারের প্রস্তাবের যাচাই ও সুপারিশ করতে হবে ৷ নির্দেশিকায় বলা হয়েছে, নাবার্ডের পরামর্শে স্টেট কো-অপারেটিভ ও জেলা কো-অপারেটিভভ ব্যাঙ্কের মার্জারের প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের তরফে যাচাই করা হবে এবং দুটি পর্যায়ে অনুমোদনের প্রক্রিয়া পুরো করা হবে ৷
advertisement
এর আগে একাধিক ঘটনা ঘটেছে যেখানে ব্যাঙ্ক গ্রাহকদের টাকা নিয়ে ডুবে গিয়েছে ৷ এর জেরে গ্রাহকদের মহা সঙ্কটের মধ্যে পড়তে হয় ৷ তবে গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার এই ব্যাঙ্কগুলি মার্জ হতে চলেছে, গাইডলাইন জারি করল RBI
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement