Business Idea: ৫ বছর আগে পুরুলিয়ার প্রথম অনলাইন প্লাটফর্ম তৈরি করেছিলেন ২ ভূমিকন্যা! আর তারপর আজ...! স্যালুট জানানো বিজনেস আইডিয়া
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
অনলাইন প্লাটফর্মের মাধ্যমে রোজগারের পথ প্রশস্ত করতে দীর্ঘ পাঁচ বছর আগে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন পুরুলিয়া দুই ভূমিকন্যা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: অনলাইন প্লাটফর্মের মাধ্যমে রোজগারের পথ প্রশস্ত করতে দীর্ঘ পাঁচ বছর আগে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন পুরুলিয়া দুই ভূমিকন্যা। প্রথম অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরি করেছিলেন দুই বোন পিয়ালী সরকার ও বৈশালী সরকার। হাতে গোনা কয়েকজন সদস্য নিয়ে পথ চলা শুরু হয়েছিল তাদের। আজ ১৮ হাজার সদস্য। তাদের হাত ধরেই পুরুলিয়ার মানুষজন জানতে পেরেছিল অনলাইনের মাধ্যমেও রোজগারের রাস্তা পাওয়া যেতে পারে। বহু মানুষ স্বাবলম্বী হয়েছে তাদের এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে। এই গ্রুপের সদস্যরা সারাবছর অনলাইনে মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যান।
এবার তারাই দুর্গাপুজোর আগে জামা-কাপড়, সাজগোজের বিভিন্ন সামগ্রী, রকমারি খাবার, বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী সম্ভার নিয়ে হাজির হয়েছেন। রীতিমতো মেলার মাধ্যমে তারা এই সমস্ত জিনিস বিক্রি করছেন তারা। চারদিন ব্যাপী চলবে তাদের এই মেলা। রয়েছে ৫০-টি স্টল। উৎসাহী মানুষদের ভিড় থাকছে চোখে পড়ার মতো।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ভূমিকন্যা পিয়ালী সরকার ও বৈশালী সরকার বলেন, করোনা কালে তাদের পথ চলা শুরু হয়েছিল। মেয়েদের স্বাবলম্বী করে তুলতে তারা অনলাইনে এই প্লাটফর্ম তৈরি করেছিলেন। গুটিকয়েক সদস্য নিয়ে তারা যাত্রা শুরু করেন আজ ১৮ হাজার সদস্য। এটা তাদের কাছে বিরাট বড় পাওনা। এইভাবে আগামী দিনেও তারা এগিয়ে যাবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এই অনলাইন প্লাটফর্মের সেলাররা বলেন, এই প্লাটফর্ম যখন শুরু হয়েছিল সেই সময় থেকে তারা তাদের পথ চলা শুরু করেছিলেন। এতগুলো বছরে তারা বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এই প্লাটফর্ম তাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। পুজোর জমজমাট কেনাকাটির জন্য এখন অনেকেই ভিড় করছেন দুর্গাপুজো শপিং মেলায়। সারা বছর যারা এই গ্রুপের সদস্যদের কাছ থেকে কেনাকাটি করেন তারাই অফলাইনে পছন্দ করে সেই সমস্ত জিনিস কিনতে আছেন এখানে।
advertisement
এছাড়াও এই সংস্থার উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে মানবতার দেওয়াল। যেখানে দুঃস্থ ও অসহায় মানুষেরা বিনামূল্যে জামা কাপড় নিয়ে যেতে পারবেন। আবার অনেকেই চাইলে এখানে জামাকাপড় দান করেও যেতে পারেন। পুজোর আগে এখন সকলের কাছেই চর্চিত হয়ে উঠেছে দুর্গাপুজো শপিং মেলা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 3:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ৫ বছর আগে পুরুলিয়ার প্রথম অনলাইন প্লাটফর্ম তৈরি করেছিলেন ২ ভূমিকন্যা! আর তারপর আজ...! স্যালুট জানানো বিজনেস আইডিয়া