গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Lockers: গ্রাহক যে ব্যাঙ্কের লকার চান, সাধারণত সেই ব্যাঙ্কের যে কোনও শাখায় অ্যাকাউন্ট খুলতে হয়, এমনই দাবি করে ব্যাঙ্কগুলি।
#নয়াদিল্লি: সোনাদানা হোক কিংবা বাড়ির দলিল, মূল্যবান সম্পত্তি বাড়িতে রাখা পুরোপুরি নিরাপদ নয়। চুরির ভয় থাকেই। অগত্যা ভরসা ব্যাঙ্কের লকার। কিন্তু লকার চাই বললেই মেলে না। কিছু শর্ত পূরণ করতে হয়। গ্রাহক যে ব্যাঙ্কের লকার চান, সাধারণত সেই ব্যাঙ্কের যে কোনও শাখায় অ্যাকাউন্ট খুলতে হয়, এমনই দাবি করে ব্যাঙ্কগুলি। তাছাড়া আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ন্যূনতম ১৮ বছর বয়স হতেই হবে।
সাধারণত চার রকম লকার হয়। ছোট, মাঝারি, বড় এবং খুব বড়। গ্রাহক তাঁর প্রয়োজন মতো লকার ভাড়া নিতে পারেন। লকার ফাঁকা থাকলে আবেদনের সঙ্গে সঙ্গে তা মিলবে। না হলে ওয়েটিং লিস্টে নাম লেখাতে হবে। ফাঁকা হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ডেকে নেবে। তবে খেয়াল রাখতে হবে ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়ী থাকবে না। লকার চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্ক কর্মচারীদের দ্বারা প্রতারণা হলে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত।
advertisement
advertisement
লকার ভাঙার নিয়ম
প্রতি বছর লকার ভাড়া মেটাতে হয়। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তা কেটে নেয় ব্যাঙ্ক। ভাড়া না পেলে বা দীর্ঘদিন লকার ব্যবহার না করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার ভাঙতে পারে। তার আগে অবশ্য তিন বার গ্রাহককে চিঠি দিয়ে জানানো হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহক যদি দীর্ঘদিন লকার না খোলেন তবে ব্যাঙ্কের লকার ভাঙার অধিকার রয়েছে।
advertisement
গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হয়
তবে লকার ভাঙার আগে গ্রাহককে জানানো হয়। ফোন করে বা এসএমএসের মাধ্যমে গোটা বিষয়টা খুলে বলা হয়। পাঠানো হয় চিঠিও। এরপরেও কোনও সাড়া না পাওয়া গেলে, ব্যাঙ্কের তরফে সংবাদপত্রে নোটিস জারি করা হয় যে গ্রাহককে ব্যাঙ্কে এসে লকার খুলে দিতে হবে।
advertisement
প্রক্রিয়া
এরপরও যদি গ্রাহক লকার খুলতে না আসেন, তখন ব্যাঙ্ক সাক্ষীদের ডাকে। একজন ব্যাঙ্ক কর্মকর্তা এবং দুজন স্বাধীন ব্যক্তির উপস্থিতিতে লকার ভাঙা হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়। লকার থেকে পাওয়া জিনিসগুলি একটি খামে সিল করে ফায়ার প্রুফ লকারে রাখা হয়। শুধু মাত্র লকার ফাঁকা করে অন্যকে সুযোগ করে দেওয়ায়ই এর উদ্দেশ্য। গ্রাহক পরে এসে দাবি করলেই নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 12:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!