Bankura News: বাঁকুড়ার লাল রুক্ষতায় চাষ হচ্ছে বেদানা, বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি হিসেবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এক একটি বেদানার সাইজ সাড়ে ৭০০ গ্রাম। একটি গাছ থেকে ফলন ৮ থেকে ১০ কেজি। চাষ করে লাভ আছে ভালোই
বাঁকুড়া: বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমনি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনে চাষ করা হচ্ছে ভাগুয়া বেদানা। এই ফাউন্ডেশনে বিভিন্ন রকম গবেষণামূলক চাষ করা হয়। বাঁকুড়ার লাল রুক্ষতার মধ্যে কোন ফসলের ফলন ভাল হতে পারে সেটা নিয়ে গবেষণা এবং গবেষণামূলক চাষাবাদ দুই হয়ে থাকে পরশমণি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশনে। সেরকমই এবার ভাগুয়া বেদানা চাষ করছে পরশমণি। পরীক্ষামূলক ভাবে ৫০০টি বেদানা গাছ বসিয়ে বছরে দু’বার ফলনের আশা করছে পরশমণি।
বাঁকুড়ার লাল মাটিতেও বেদানা চাষ করে ভাল ফলন এনে দিচ্ছে পরশমনি ফার্ম। পরীক্ষামূলক ভাবে আপাতত ৫০০ টি বেদানা গাছ থেকে প্রায় কাগজে কলমে ৪০০ কেজি ফলন আসতে পারে। আসন্ন বর্ষাতে আরও বেদানা বসানো হবে, এমনটাই জানা গেছে। বিক্রির জন্য বেশি দূরে না বাঁকুড়ার বাজারে প্রায় ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে পরশমণির বেদানা। গাছের বয়স কম হওয়ার কারণে কিছুটা ফল ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হচ্ছে যাতে গাছের কোন ক্ষতি না হয় ফলে এই ভবিষ্যতে ফলন আরও বাড়বে বলে আশা রাখছে পরশ মনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
advertisement
advertisement
পরীক্ষামূলক চাষাবাদ ছাড়াও সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে চাষ করতে অগ্রণী ভূমিকা রাখছে পরশমনি। জৈব পদ্ধতিতে ৫০০টি বেদানা গাছ বসিয়ে চাষ করে বছরে দুইবার ফলনের আশা করছে পরশমণি। মানব দেহের অজৈব খাদ্য বা অজৈব সারের মাধ্যমে উৎপাদিত খাদ্যের আসক্তি দূর করতেই এমনটা উদ্যোগ বাঁকুড়া জেলার পরশমনি ফার্মের। বাঁকুড়া জেলার রুক্ষ মাটিতেও বিভিন্ন ধরনের ফল এবং সবজির চাষ করে অন্যান্য জেলাকে দিশা দেখাচ্ছে বাঁকুড়ার পরশমণি। ভবিষ্যতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করার জন্য অগ্রিম ভূমিকা নেবে এই ফার্ম।
advertisement
Nilanjan Banerjee
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 9:52 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bankura News: বাঁকুড়ার লাল রুক্ষতায় চাষ হচ্ছে বেদানা, বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি হিসেবে