South 24 Parganas News: সহজেই কোটি টাকার মালিক হতে চান? আপনার জন্য রইল এই পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
শ্বেত চন্দন কম সেচ ও কম পরিচর্যা ছাড়াও বাঁচতে পারে। বর্তমানে এই কাঠ প্রায় ১৫হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।
দক্ষিণ ২৪ পরগনা : চন্দন গাছ চাষ করে আপনিও সহজে কোটি টাকার মালিক হতে পারেন।প্রতিটা কৃষকের লক্ষ্য কৃষিকাজ করে নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। দেশের বেশিরভাগ কৃষক এখন ঐতিহ্যবাহী কৃষি কাজে যুক্ত।দেশের কৃষকদের আর্থিক উন্নতির একটাই উপায় -স্বল্প ব্যয়ে আরও বেশি মুনাফা অর্জন। তাই এখন বেশিরভাগ কৃষক প্রথাগত চাষ থেকে সরে এসে লাভজনক চাষের দিকে ঝুকছে। দেশের প্রতিনিয়ত চাষবাস নিয়ে নতুন নতুন গবেষণা চালাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা।এর ফলে কৃষকরা মূল ফসলের পাশাপাশি বিকল্প চাষ করছেন অতিরিক্ত উপার্জনের আশায়।
ঠিক তেমনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানা এলাকার নিম পিঠে একজন শিক্ষক তিনি শ্বেত চন্দন চাষ করে তাক লাগিয়ে দিলেন।যদিও জেলায় এই প্রথম বলে দাবি করেছেন ওই কৃষক।
advertisement
শ্বেত চন্দন কম সেচ ও কম পরিচর্যা ছাড়াও বাঁচতে পারে । তাই খরা প্রবণ এলাকাতেও শ্বেত চন্দন চাষ হতে পারে। যেহেতু শ্বেত চন্দনের ঔষধি গুন অনেক তাই এই কাঠের দাম অনেক বেশি। বর্তমানে এই কাঠ প্রায় ১৫০০০ টাকা কেজি দরে বিক্রি হয়।চন্দন গাছ চাষ করে প্রায় ৬০ হাজার থেকে ১ কোটি টাকারও বেশি পর্যন্ত আয় করা সম্ভব।তবে এর জন্য আপনাকে কমপক্ষে ২৫ থেকে ৩০ বছর দীর্ঘ অপেক্ষা করতে হবে। কারণ চন্দন গাছে সুবাস আসে ৩০ বছর পর।
advertisement
কিভাবে এই বীজ রোপন করবেন । চন্দন গাছের বীজ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর শুকিয়ে যাওয়ার পর রোদে দিন একদিন শুকানোর পর বীজগুলি রোপনের জন্য প্রস্তুত করে মাটির মিশন তৈরি করে প্রয়োজনীয় সার মাঝারি মিশনে রোপণে প্রবেশ করান।প্রতিদিন সামান্য জল দিন। এ আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে। তবে গাছগুলি চেষ্টা করবেন অন্য গাছের কাছে না লাগানোর।
advertisement
কি সার ব্যবহার করবেন। গাছ একটু বড় হওয়ার পর ১৫-২০ দিন অন্তর খোল পচা ভার্মি কম্পোজ ও ভাত।তবে ৪০টি গাছের উপরে গাছে৩০ কেজি সরিষার খোল ও ৫ কেজি ভাত দিতে হবে। সাফল্য আসব। ২৫ থেকে ৩০ বছর পর। কারণ তখনই গাছের সুগন্ধ আসতে শুরু হবে।
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 3:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
South 24 Parganas News: সহজেই কোটি টাকার মালিক হতে চান? আপনার জন্য রইল এই পদ্ধতি