এদিকে ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে আধার সংযুক্তি না হলে
- PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
- তার ফলে আর ITR ফাইল করা যাবে না।
- আটকে থাকা রিটার্নও পাওয়া সম্ভব হবে না।
- আটকে থাকা রিফান্ডও জারি করা হবে না।
- ডিফেকটিভ রিটার্নের ক্ষেত্রে আটকে থাকা প্রসিডিংয়ের কাজ শেষ হবে না।
- অধিক আয়করও প্রযোজ্য হবে।
যদি কারও PAN নিষ্ক্রিয় হয়ে যায়, তবে তাঁকে আবার নতুন করে তা সক্রিয় করতে হবে, জরিমানা দিয়ে। তারপর সেই PAN ফের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে।
কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে PAN সংযুক্ত করতে হবে দেখে নেওয়া যাক—
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে:
প্রথমেই নিজের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করে নিজের প্রোফাইলে গিয়ে খুঁজতে হবে Service Requests, Services, অথবা PAN Registration-এর অপশন। এক একটি ব্যাঙ্কে এক এক রকম অপশন থাকতে পারে।
প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে PAN Card Updation, Link Your PAN বা Update PAN অপশন বেছে নিতে হবে।
এরপর নিজের PAN কার্ড নম্বর লিখতে হবে। রেজিস্টার্ড ই-মেল আইডি, জন্ম তারিখও জানতে চাওয়া হতে পারে।
সব ঠিক থাকলে ২ থেকে ৭টি কার্যদিবসের মধ্যে PAN এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে যাবে।
ফোন হটলাইনের মাধ্যমে:
ব্যাঙ্কের কাস্টমার কেয়ার সেন্টারে কল করতে হবে। (কোনও ভাবেই ইন্টারনেট থেকে এই নম্বর সংগ্রহ করা ঠিক নয়। তাতে জালিয়াতির সম্ভাবনা থাকে।)
কাস্টমার কেয়ার একজিকিউটিভকে নিজের অ্যাকাউন্ট-PAN লিঙ্কের বিষয়ে জানাতে হবে।
গ্রাহক যাচাই করার জন্য কিছু প্রশ্ন করা হতে পারে।
PAN কার্ড নম্বর জানতে চাওয়া হতে পারে।
কল শেষ হলে একটি ‘সার্ভিস রিকোয়েস্ট নম্বর’ এবং কনফার্মেশন দেওয়া হবে। ৭টি কাজের দিনের মধ্যে অ্যাকাউন্টের সঙ্গে PAN লিঙ্ক হয়ে যাবে।
সরাসরি ব্যাঙ্কে গিয়ে:
সরাসরি নিজের ব্যাঙ্কে শাখায় উপস্থিত হয়ে এই সংযুক্তি করিয়ে নেওয়া যেতে পারে।
নিজের অ্যাকাউন্টে PAN আপডেট অনুরোধ জানিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে একটি চিঠি দিতে হবে। সঙ্গে দিতে হবে যথাযথ ভাবে পূরণ করা KYC ফর্ম এবং প্যান কার্ডের একটি স্ব-প্রত্যয়িত নকল ও প্রয়োজনীয় অন্য নথির প্রত্যয়িত নকল।