হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
PNB Alert! ভুলেও করবেন না এই কাজ, খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা...

PNB Alert! ভুলেও করবেন না এই কাজ, খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা...

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই ও আহমেদাবাদ হ্যাকারদের টার্গেটে রয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাস ও লকডাউনের জেরে অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপর রয়েছে সাইবার হামলার আশঙ্কা ৷ এর আগে সিবিআই ও একাধিক ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এবার গ্রাহকদের সতর্ক করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ পিএনবি-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের সামান্য ভুলের জন্য অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে ৷

পিএনবি-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও গ্রাহকদের ম্যাসেজ পাঠিয়ে অ্যালার্ট করা হয়েছে ৷ গ্রাহকদের ফেক ইমেল আইডি সম্বন্ধে সতর্ক করা হয়েছে ৷ এর আগে সরকারের তরফে সাইবার হামলার আশঙ্কা জানানো হয়েছিল ৷

ট্যুইট করে পিএনবি-র তরফে জানানো হয়, বিভিন্ন শহরে সাইবার হামলার আশঙ্কা রয়েছে ৷ ncov2019@gov.in নামে ফেক ই-মেল থেকে মেল পাঠিয়ে বিনামূল্যে কোভিড টেস্ট করানোর জন্য লিঙ্ক পাঠানো হচ্ছে ৷ এরকম কোনও ইমেল বা লিঙ্কে না ক্লিক করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ লিঙ্ক ক্লিক করলেই হ্যাকাররা আপনার সমস্ত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলে নিতে পারবে ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই লক্ষ লক্ষ নাগরিকদের ই-মেল আইডি হ্যাকাররা জোগাড় করে ফেলেছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই ও আহমেদাবাদ হ্যাকারদের টার্গেটে রয়েছে ৷
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Cyber attack, Pnb, Punjab National Bank