#নয়াদিল্লি: করোনা ভাইরাস ও লকডাউনের জেরে অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপর রয়েছে সাইবার হামলার আশঙ্কা ৷ এর আগে সিবিআই ও একাধিক ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এবার গ্রাহকদের সতর্ক করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ পিএনবি-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের সামান্য ভুলের জন্য অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে ৷
পিএনবি-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও গ্রাহকদের ম্যাসেজ পাঠিয়ে অ্যালার্ট করা হয়েছে ৷ গ্রাহকদের ফেক ইমেল আইডি সম্বন্ধে সতর্ক করা হয়েছে ৷ এর আগে সরকারের তরফে সাইবার হামলার আশঙ্কা জানানো হয়েছিল ৷
ট্যুইট করে পিএনবি-র তরফে জানানো হয়, বিভিন্ন শহরে সাইবার হামলার আশঙ্কা রয়েছে ৷ ncov2019@gov.in নামে ফেক ই-মেল থেকে মেল পাঠিয়ে বিনামূল্যে কোভিড টেস্ট করানোর জন্য লিঙ্ক পাঠানো হচ্ছে ৷ এরকম কোনও ইমেল বা লিঙ্কে না ক্লিক করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ লিঙ্ক ক্লিক করলেই হ্যাকাররা আপনার সমস্ত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলে নিতে পারবে ৷
Be alert. Fraudsters are running targeted attack campaign using malicious emails in the name of Free Covid-19 Testing. Follow the instructions and avoid becoming a victim of such fraudulent activities. #emailscam #advisory #fraudactivity #safebanking pic.twitter.com/yR2scJASO9
— Punjab National Bank (@pnbindia) June 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber attack, Pnb, Punjab National Bank