PM Surya Ghar: দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে অ্যাকাউন্টে আসবে টাকা!কী প্রকল্প ঘোষণা করলেন মোদি?

Last Updated:

২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: সৌর বিদ্যুতের ব্যবহারে উৎসাহ দিতে লোকসভা নির্বাচনের আগেই নতুন প্রকল্প চালু করল নরেন্দ্র মোদি সরকার৷ নতুন এই প্রকল্পের নাম পিএম সূর্য ঘর৷ এই প্রকল্পে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকছে৷
২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই প্রকল্পের কথা আরও বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে যাবে৷
advertisement
advertisement
পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনে ছাদের উপরে প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানোর জন্য বিপুল ছাড় দিয়ে ব্যাঙ্ক ঋণের সুবিধে দেবে সরকার৷ সৌর বিদ্যুৎ ব্যবহারে মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে স্থানীয় পঞ্চায়েত এবং পৌরসভাগুলিকেও আর্থিক সুবিধে দেবে কেন্দ্রীয় সরকার৷ এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লেখেন, এর ফলে একই সঙ্গে মানুষের আয় বাড়বে, বিদ্যুতের বিল কমবে এবং কর্মসংস্থানের পথও খুলবে৷
advertisement
কীভাবে নাম নথিভুক্ত করবেন?
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য https://pmsuryaghar.gov.in -পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে৷ নিজের রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ই মেল আইডি দিতে হবে৷
এর পর বিদ্যুৎ সংযোগের কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে৷ পরবর্তী ধাপে বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসানোর জন্য আবেদন করতে হবে৷
advertisement
এর পর আবেদন অনুমোদিত হলে ডিসকম অনুমোদিত একটি সংস্থার আবেদনকারীর বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসিয়ে যাবে৷
প্ল্যান্ট বসানো হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে৷ এর পর নেট মিটার বসানো হয়ে গেলে এবং ডিসকম-এর পক্ষ থেকে ইনস্পেকশন হলেই পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট পাওয়া যাবে৷
কমিশনিং সার্টিফিকেট হাতে এলেই পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ক্যানসেল চেক জমা দিতে হবে৷ এর পর প্রত্যেক তিরিশ দিন অন্তর ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Surya Ghar: দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে অ্যাকাউন্টে আসবে টাকা!কী প্রকল্প ঘোষণা করলেন মোদি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement