EPFO ALERT: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সেরে রাখতে হবে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের, না হলে হতে পারে বড় লোকসান

Last Updated:

EPFO Alert: অনলাইনেও নমিনির নাম যোগ করতে পারবেন...

#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জরুরি খবর ৷ ইপিএফও-র তরফে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির নাম (EPFO E-Nomination)যোগ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর জন্য ৩১ ডিসেম্বর ২০২১ ডেডলাইন দেওয়া হয়েছে ৷ ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনির নাম যুক্ত না করলে একাধিক সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷
পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের পরিবারের সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখে ইপিএফও-র তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররের কোনও কারনে মৃত্যু হলে ইনস্যুরেন্স ও পেনশনের সুবিধা পাবেন নমিনি ৷
advertisement
সম্প্রতি ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ‘ইপিএফও সাবস্ক্রাইবার্সদের নিজেদের পরিবারের সামাজিক সুরক্ষার জন্য ই-নমিনেশনের সুবিধা নেওয়া উচিৎ ৷ প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও ইনস্যুরেন্স পরিষেবার অনলাইন লাভ নেওয়ার জন্য ই-নমিনেশন ফাইল করতে হবে ৷ সাবস্ক্রাইবার্সদের নিজের স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের খেয়াল রাখার জন্য অনলাইন পিএফ, পেনশন ও ইনস্যুরেন্সের মাধ্যমে তাঁদের সুরক্ষার জন্য নমিনেশন ফাইল করা অত্যন্ত জরুরি ৷’
advertisement
অনলাইনেও নমিনির নাম যোগ করতে পারবেন
পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা অনলাইনেও নমিনির নাম যোগ করতে পারবেন ৷ অ্যাকাউন্ট হোল্ডার একজনের বেশি নমিনির নাম যোগ করতে পারবেন ৷ এছাড়া অ্যাকাউন্ট হোল্ডার নমিনিদের মধ্যে অংশীদারিত্ব ভাগ করে দিতে পারবেন ৷
advertisement
ই-নমিনেশনের প্রক্রিয়া -
প্রথমে ইপিএফও (EPFO) ওয়েবসাইটে যেতে হবে
এবার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
ম্যানেজ সেকশনে গিয়ে লিঙ্ক ই-নমিনেশনে ক্লিক করতে হবে
এবার নমিনির নাম ও অন্যান্য তথ্য দিতে হবে
advertisement
একের বেশি নমিনি অ্যাড করার জন্য Add New Button এ ক্লিক করতে হবে
এরপর Save Family Details এ ক্লিক করতেই প্রক্রিয়া পুরো হয়ে যাবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO ALERT: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সেরে রাখতে হবে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের, না হলে হতে পারে বড় লোকসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement