#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) প্রতিদিন সকাল ৬টায় জারি করে সরকারি তেল সংস্থাগুলি ৷ গত বেশ কয়েকদিন ধরেই জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে তেল সংস্থা ৷ এদিনের রেট অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুন দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: 'নকল করা সাফল্য সাময়িক', ৮৪-তে পৌঁছানো রতন টাটার যে উক্তিগুলি পথ দেখায়
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
আরও পড়ুন: হোম লোনে বাঁচানো যায় ট্যাক্সের হার, জেনে নিন কী ভাবে!
দীপাবলির আগে কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করেছিল ৷ এরপর থেকে এখনও পর্যন্ত স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ আজকের দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: সংসার চালান তাঁরাই, নতুন বছরে মহিলাদের দারুণ কাজে আসবে সঞ্চয়ের এই পন্থা!
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।