সংসার চালান তাঁরাই, নতুন বছরে মহিলাদের দারুণ কাজে আসবে সঞ্চয়ের এই পন্থা!

Last Updated:

ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

#নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই সকল মহিলার শুরু করা উচিত নিজেদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্ল্যান। একজন চাকরিরত মহিলা তার কোম্পানির থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেলেও, একজন গৃহবধূর সে সকল সুবিধা থাকে না। কিন্তু ঘরের সকল মহিলাকে নিজের থেকেই শুরু করতে হবে এই আর্থিক প্ল্যান। ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
জরুরি ফান্ড
ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, নতুন বছরে প্রায় সকল ঘরের মহিলার তৈরি করা উচিত জরুরি ফান্ড। এই জরুরি ফান্ড ১ বছরের ঘরের খরচের সমান হওয়া উচিত। এই কাজ একজন মহিলা খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারে। ঘর খরচের বাজেট, সন্তানের শিক্ষার খরচ এবং একটি সংসার চালাতে বাকি কী কী খরচ দরকার তার হিসাব একজন মহিলা খুব ভালোভাবে করতে পারে। এছাড়া যখন টাকার দরকার হয় তখন একজন মহিলা নিজের জমানো টাকা বের করে দেয়। সেই টাকা সে বিভিন্ন ভাবে জমায়। এই কাজ একজন মহিলার দ্বারাই সম্ভব। তাই নতুন বছরে মহিলাদের একটি জরুরি ফান্ড গড়ে তোলা উচিত।
advertisement
advertisement
বেহিসাবি খরচে রাশ
একটি সংসারের প্রায় ৯০ শতাংশ খরচ মহিলাদের হাত দিয়েই হয়। এর ফলে একজন মহিলা খুব ভালো করে জানে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটি নয়। তাই সকল মহিলাকে সব রকম বেহিসাবি খরচে লাগাম পরাতে হবে নতুন বছরে। ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, সেই অনুযায়ী নতুন বছরের শুরুতেই একটি বাজেট করে নিলে বেশি পরিমাণে টাকা সঞ্চয় করা সম্ভব হবে। সেই অনুযায়ী টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে তা ভালো রিটার্ন দিতে সাহায্য করবে। তাই নতুন বছরে সকল মহিলাকে জোর দিতে হবে বেহিসাবি খরচ কমানোর জন্য।
advertisement
বিমার প্ল্যান
চাকরিরত মহিলারা ছাড়া অনেক গৃহবধূই বিমায় বিনিয়োগ করতে অনিচ্ছুক থাকে। কিন্তু এটি সঠিক নয়, কারণ এই ধরনের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের বিমা প্ল্যান রয়েছে। লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে রয়েছে মেডিক্যাল ইনস্যুরেন্স। এই সকল বিমার মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিধা। তাই ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, সকল মহিলার এই ধরনের বিমায় বিনিয়োগ করা উচিত। নতুন বছরের শুরুতেই শুরু করা উচিত এই ধরনের বিনিয়োগ।
advertisement
অবসর প্ল্যান
গৃহবধূদের ক্ষেত্রে সবথেকে দরকারি হল এই অবসর প্ল্যান। চাকরিরত মহিলাদের ক্ষেত্রে এটি কোম্পানির থেকে করা হলেও একজন ঘরের মহিলার নিজের উদ্যোগেই এই ধরনের অবসর প্ল্যান এবং সেই মতো সঞ্চয় করে রাখা দরকার।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সংসার চালান তাঁরাই, নতুন বছরে মহিলাদের দারুণ কাজে আসবে সঞ্চয়ের এই পন্থা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement