#নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই সকল মহিলার শুরু করা উচিত নিজেদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্ল্যান। একজন চাকরিরত মহিলা তার কোম্পানির থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেলেও, একজন গৃহবধূর সে সকল সুবিধা থাকে না। কিন্তু ঘরের সকল মহিলাকে নিজের থেকেই শুরু করতে হবে এই আর্থিক প্ল্যান। ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: কোটিপতি হওয়ার বাসনা সবারই, লক্ষ্যপূরণে সাহায্য করতে পারে এই কয়েকটি নিয়ম!
জরুরি ফান্ড
ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, নতুন বছরে প্রায় সকল ঘরের মহিলার তৈরি করা উচিত জরুরি ফান্ড। এই জরুরি ফান্ড ১ বছরের ঘরের খরচের সমান হওয়া উচিত। এই কাজ একজন মহিলা খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারে। ঘর খরচের বাজেট, সন্তানের শিক্ষার খরচ এবং একটি সংসার চালাতে বাকি কী কী খরচ দরকার তার হিসাব একজন মহিলা খুব ভালোভাবে করতে পারে। এছাড়া যখন টাকার দরকার হয় তখন একজন মহিলা নিজের জমানো টাকা বের করে দেয়। সেই টাকা সে বিভিন্ন ভাবে জমায়। এই কাজ একজন মহিলার দ্বারাই সম্ভব। তাই নতুন বছরে মহিলাদের একটি জরুরি ফান্ড গড়ে তোলা উচিত।
বেহিসাবি খরচে রাশ
একটি সংসারের প্রায় ৯০ শতাংশ খরচ মহিলাদের হাত দিয়েই হয়। এর ফলে একজন মহিলা খুব ভালো করে জানে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটি নয়। তাই সকল মহিলাকে সব রকম বেহিসাবি খরচে লাগাম পরাতে হবে নতুন বছরে। ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, সেই অনুযায়ী নতুন বছরের শুরুতেই একটি বাজেট করে নিলে বেশি পরিমাণে টাকা সঞ্চয় করা সম্ভব হবে। সেই অনুযায়ী টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে তা ভালো রিটার্ন দিতে সাহায্য করবে। তাই নতুন বছরে সকল মহিলাকে জোর দিতে হবে বেহিসাবি খরচ কমানোর জন্য।
আরও পড়ুন: অবসরের পরেও থাকবে না আর্থিক দুশ্চিন্তা, কাজে আসবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান!
বিমার প্ল্যান
চাকরিরত মহিলারা ছাড়া অনেক গৃহবধূই বিমায় বিনিয়োগ করতে অনিচ্ছুক থাকে। কিন্তু এটি সঠিক নয়, কারণ এই ধরনের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের বিমা প্ল্যান রয়েছে। লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে রয়েছে মেডিক্যাল ইনস্যুরেন্স। এই সকল বিমার মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিধা। তাই ফিনান্সিয়াল প্ল্যানার মমতা গোদিয়াল জানিয়েছেন যে, সকল মহিলার এই ধরনের বিমায় বিনিয়োগ করা উচিত। নতুন বছরের শুরুতেই শুরু করা উচিত এই ধরনের বিনিয়োগ।
আরও পড়ুন: অবসরের পর পাওয়া যাবে প্রায় ৩ কোটি টাকা; শুধু করতে হবে এই সহজ কাজ!
অবসর প্ল্যান
গৃহবধূদের ক্ষেত্রে সবথেকে দরকারি হল এই অবসর প্ল্যান। চাকরিরত মহিলাদের ক্ষেত্রে এটি কোম্পানির থেকে করা হলেও একজন ঘরের মহিলার নিজের উদ্যোগেই এই ধরনের অবসর প্ল্যান এবং সেই মতো সঞ্চয় করে রাখা দরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Investment, Investment Tips