#নয়াদিল্লি: অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় সরকারি তেল সংস্থাগুলিকে বিপুল লোকসানের মুখে পড়তে হয়েছিল ৷ এবার লোকসানের বোঝা কমাতে প্রায় প্রতিদিন তেলের দাম বাড়াচ্ছে সরকারি তেল সংস্থাগুলি ৷ মঙ্গলবার পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
আরও পড়ুন: এবার বাড়ছে ওষুধের দামও! প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, তালিকায় কী কী?
এদিন দেশের চার মহানগর-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৷ দিল্লিতে পেট্রোল ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০০ টাকা হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের নয়ডা ও লখনউের মতো শহরে সেঞ্চুরি হাঁকাল পেট্রোল ৷ মুম্বইয়ে সবচেয়ে বেশি ৮৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন: শেয়ার বাজারে ভাল রিটার্ন চান? বিনিয়োগ করা যেতে পারে এই দু'টি শেয়ারে
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেল দাম
প্রতিদিন সকাল ৬ টায় জারি করা হয় নয়া রেট
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: কেবল ৬ সেকেন্ডে হ্যাক হয়ে যেতে পারে আপনার ক্রেডিট-ডেবিট কার্ড
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price, Petrol and Diesel Price In Kolkata