Medicine Price Hike: এবার বাড়ছে ওষুধের দামও! প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, তালিকায় কী কী?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ওষুধগুলির জন্য বেশি দাম দিতে হবে সাধারণ মানুষকে। ১ এপ্রিল থেকেই ওষুধের দাম বাড়তে চলেছে (Medicine Price Hike)।
#নয়াদিল্লি: ভারতে দাম বেড়ে যেতে চলেছে বেশ কিছু ওষুধের (Medicine Price Hike)। মুদ্রাস্ফীতির ছোঁয়া এবার ওষুধের বাজারে। করোনার পর থেকেই ওষুধের দাম বাড়ানোর দাবি করে আসছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার সেই দাবি মেনে বেশ কিছু ওষুধের দাম ১০.৭ শতাংশ বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলির দাম নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া সেই ওষুধগুলির দাম বৃদ্ধি করা হয় না। এক্ষেত্রে সেই ওষুধগুলির দাম বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে। যার জেরে এপ্রিল থেকেই খরচ বাড়বে সাধারণ মানুষের। সাধারণ মানুষের বাড়িতে ওষুধের স্টকে সাধারণত Paracetamol, পেইনকিলারের মতো প্রয়োজনীয় ওষুধ ও নানা অ্যান্টিবায়োটিক থাকে। এবার সেই ওষুধগুলির জন্য বেশি দাম দিতে হবে সাধারণ মানুষকে। ১ এপ্রিল থেকেই ওষুধের দাম বাড়তে চলেছে।
advertisement
advertisement
Paracetamol 650-এর ১৫টি ট্যবলেটের পাতার বর্তমান দাম রয়েছে ৩০.৯১ টাকা। ১০ শতাংশের বেশি দাম বৃদ্ধি হলে এই ওষুধের পাতারই দাম বেড়ে হবে ৩৪ টাকা। একই রকম ভাবে অ্যান্টিবায়োটিক ওষুধেরও দাম বাড়বে লাফিয়ে। একলাফে দাম বাড়তে চলেছে Paracetamol-সহ আরও একাধিক ওষুধের। এ ব্যাপারে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১০ শতাংশেরও বেশি করে দাম বৃদ্ধি হবে আগামী মাস থেকেই।
advertisement
দাম বৃদ্ধি পাওয়া ওষুধের তালিকায় থাকতে পারে Paracetamol থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার ও চর্মরোগের মতো ওষুধও। মোট ৮০০ ওষুধের দাম বৃদ্ধি পেতে চলেছে বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরেই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। বহু শহরে ইতিমধ্যেই পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটেও। এই কারণের জন্য সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম বৃদ্ধি হয়েছে। এবার দাম বাড়তে চলেছে ওষুধেরও।
advertisement
প্রসঙ্গত, বহু পরিবার রয়েছে, যাদের মাসে নিয়মিত কিছু টাকার ওষুধের প্রয়োজন হয়। সেই খরচ এবার বাড়তে চলেছে। এমনিতেই, চলতি মাসে দাম বেড়েছে দুধ, রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল ও বেশ কিছু রান্নাঘরের সামগ্রীর। এবার আবার ওষুধের উপর দাম বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠতে চলেছে।
সাধারণ মানুষের উপর ফের একবার বড়সড় ধাক্কা আসতে চলেছে। এবার দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় ওষুধগুলিরও। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পকেটে চাপ বাড়বে সাধারণ মানুষের। পেট্রোল-ডিজেলে-LPG-র বড় এবার দৈনন্দিন ওষুধগুলিরও দাম বাড়াতে সবুজ সঙ্কেত দিয়েছে সরকার। যার জেরে আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকে ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে। প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি ১০ শতাংশ বৃদ্ধি হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 7:58 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Medicine Price Hike: এবার বাড়ছে ওষুধের দামও! প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, তালিকায় কী কী?