Petrol Diesel New Price: আজ থেকে ফের বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম, কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

Last Updated:

গত আট দিনে এই নিয়ে সাত বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে (Petrol Diesel Price)৷

আরও দামি হল পেট্রোল- ডিজেল৷
আরও দামি হল পেট্রোল- ডিজেল৷
#কলকাতা: আজ, মঙ্গলবার থেকে আরও এক দফা বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম৷ পেট্রোলের দাম লিটার পিছু আরও ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ১০৯ টাকা ৬৮ পয়সা৷ ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হচ্ছে ৯৪ টাকা ৬২ পয়সা৷
গত আট দিনে এই নিয়ে সাত বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ এবং আগামিকাল ৪৮ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন৷ তার মধ্যেও ফের আরও এক দফা পেট্রোল- ডিজেলের দাম বাড়ানো হল৷
advertisement
advertisement
পেট্রোল- ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এ দিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালের মার্চ মাসের সঙ্গে ২০২২ সালের মার্চ মাসে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের ফারাক তুলে ধরে কেন্দ্রকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ৷
advertisement
ট্যুইটারে অভিষেক লিখেছেন, 'যাঁরা বড় বড় ভাষণ দেন, জুমলাবাজ, প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং ঘৃনা ছড়ান- তাদের জন্য বিষয়টি সহজ করে তুলে ধরা যাক৷ বেলাগাম মূল্যবৃদ্ধির মাধ্যমেই বিজেপি বুঝিয়ে দিচ্ছে তারা দেশের মানুষের জন্য কতটা ভাবে৷ সুশাসনের নামে প্রধানমন্ত্রী আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন৷ '
ট্যুইটারে পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেছেন, ২০১৯ সালের মার্চ মাসে যেখানে গোটা দেশে ভোজ্য তেলের গড় দাম ছিল ১০০.৮০ টাকা, সেখানে চলতি বছরের মার্চ মাসে তা বেড়ে হয়েছে ১৮০ টাকা৷ একই ভাবে পরিসংখ্যান দিয়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসেরও মূল্যবৃদ্ধির হার বুঝিয়ে দিয়েছেন অভিষেক৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Petrol Diesel New Price: আজ থেকে ফের বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম, কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement