Abhishek Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, ডায়মন্ড হারবারের জন্য বড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: এবার দুয়ারে সরকারের আদলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবারে শুরু হল 'পাড়ায় আমরা' কর্মসূচি।
#ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় একের পর এক জনসেবামূলক উদ্যোগ নিচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোভিড হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ সবটাই তৎপরতার সঙ্গে নজরদারি করে মোকাবিলা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার দুয়ারে সরকারের আদলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবারে শুরু হল 'পাড়ায় আমরা' কর্মসূচি।
সামনে তেইশের পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে বামেদের ধর্মঘট আর ঠিক সেই দিন থেকেই ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষীপুর গ্রাম থেকে 'পাড়ায় আমরা' কর্মসূচী শুরু করলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী।
advertisement
advertisement
সোমবার সকাল থেকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টি শার্ট পরে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম অধিকারীর দলীয় কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় যান। মূলত দুয়ারে সরকারের পরিষেবা থেকে কেউ বঞ্চিত রয়েছে কিনা তার পাশাপাশি সার্বিক মানুষের অভাব অভিযোগ শুনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুব সভাপতি। আগামীদিন নিয়ম করে এই 'পাড়ায় আমরা' কর্মসূচি প্রতিটি এলাকায় করা হবে বলেও জানান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, ডায়মন্ড হারবারের জন্য বড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!