কেউ কাছে রাখতে চাইছেন না টাকা! হু-হু করে বাড়ছে কেনাকাটা ২০০০ টাকার নোটে

Last Updated:

সারা দেশের মানুষ তাঁদের কাছে থাকা ২০০০ টাকার নোট খরচ করে ফেলতে চাইছেন। তাই অনেক এলাকাতেই কেনাকাটা বেড়ে গিয়েছে।

কেউ কাছে রাখতে চাইছেন না টাকা! হু-হু করে বাড়ছে কেনাকাটা ২০০০ টাকার নোটে
কেউ কাছে রাখতে চাইছেন না টাকা! হু-হু করে বাড়ছে কেনাকাটা ২০০০ টাকার নোটে
আরও একদফা নোটবন্দির কথা ঘোষণা করা হয়েছে। এবার ২০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নির্দেশিকা জারি করেছে জানান হয়েছে ২০০০ টাকার নোট নির্দিষ্ট সময়ের পরে আর গ্রাহ্য হবে না। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই নোট বদলে নেওয়ার।
কিন্তু এই ঘোষণার পরই হইহই শুরু হয়ে গিয়েছে আবার। সারা দেশের মানুষ তাঁদের কাছে থাকা ২০০০ টাকার নোট খরচ করে ফেলতে চাইছেন। তাই অনেক এলাকাতেই কেনাকাটা বেড়ে গিয়েছে।
advertisement
যদিও সরকারি ভাবে নাগরিকদের আশ্বস্ত করে জানান হয়েছে যে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। ব্যাঙ্ক থেকে সমস্ত দু’হাজার টাকার নোট বদলে দেওয়া হবে। সবই হবে নিয়ম-কানুন মেনে। সাধারণ জনগণকে কোনই সমস্যার সম্মুখীন হতে হবে না।
advertisement
কিন্তু যদি উত্তরপ্রদেশের আমেঠির দিকে তাকানো যায়, তাহলেই ধরা পড়বে মানুষের মধ্যে হুড়োহুড়ির ছবিটা। গোটা রাজ্যের সঙ্গেই এই এলাকার মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি ব্যয় করে ফেলতে। গত কয়েকদিনে বাজারগুলিতে এক লাফে বেড়ে গিয়েছে কেনাকাটা। এমনকী দৈনন্দিন কেনাকাটা করার জন্যও মানুষ হাতে নিয়ে আসছেন দু’হাজার টাকার নোট।
advertisement
তবে সব থেকে বেশি কেনাকাটা চলছে ইলেকট্রনিক পণ্যের দোকান, খাবারের দোকান, গয়না ও জামা-কাপড়ের দোকানে। এর বাইরে ভিড় হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে। সেখানে পেট্রোল ভরাতে সকলেই প্রায় পকেট থেকে বের করছেন ২০০০ টাকার নোট।
স্বর্ণ ব্যবসায়ী বেদ প্রকাশ জানান, ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা হওয়ার পর থেকে দোকানে বিক্রি বেড়েছে। যে কোনও উপায় ক্রেতারা চাইছেন ২০০০ টাকার নোট খরচ করতে। পাশাপাশি বস্ত্র ব্যবসায়ী রসুল বক্স রাইন বলেন, ‘মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ২০০০ টাকার নোটগুলি খরচ না করলে পরবর্তীতে সমস্যা হবে। তাই তাঁরা অনেক কিছুই কেনাকাটা করছেন।’
advertisement
উদ্বেগের কারণ নেই—
যদিও এত উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বৈধ থাকবে। আমেঠির জেলাশাসক বিমল গুপ্ত বলেন, ‘আমরা বাজারগুলিতে স্পষ্ট নির্দেশ দিয়েছি, ব্যবসায়ী হন বা সাধারণ মানুষ, সবাইকে ২ হাজার টাকার নোট গ্রহণ করতে হবে। পরে তা ব্যাঙ্কে জমা করে দিলেই হবে।’
advertisement
সরকারি নির্দেশিকা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কের শাখায় নোট বদল করা যাবে। সেক্ষেত্রে এক দিনে ১০টি নোট বদলানো যাবে। পাবলিক কনভিনিয়েন্স সেন্টারে একদিনে দু’টি নোট বদলানো যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেউ কাছে রাখতে চাইছেন না টাকা! হু-হু করে বাড়ছে কেনাকাটা ২০০০ টাকার নোটে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement