‘কিম্ভো’ অ্যাপ প্লে স্টোর থেকে তুলে নিল পতঞ্জলি, কিন্তু কেন?
Last Updated:
#নয়াদিল্লি: আত্মপ্রকাশের পর ২৪ ঘণ্টাও কাটেনি ৷ তার আগেই গুগল প্লে স্টোর থেকে ‘কিম্ভো’অ্যাপকে তুলে নিলেন রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’ ৷ গত বুধবার ঘটা করে ‘কিম্ভো’অ্যাপ লঞ্চ করা হয়েছিল ৷ পতঞ্জলির তরফে দাবি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানাতেই আনা হচ্ছে এই দেশি অ্যাপ ৷
এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে তুলে নেওয়া হয়েছে মাত্র তিন ঘণ্টার মধ্যে ৷ কিন্তু কেন ?
পতঞ্জলির মুখপাত্র জানিয়েছেন, এখনও প্রযুক্তিগত কিছু বাকি রয়েছে ৷ আর সেই কারণেই অ্যাপটি আপাতত সরিয়ে নেওয়া হয়েছে ৷ তিন ঘণ্টার মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে নিয়েছিলেন বলেও দাবি ৷
advertisement
advertisement
তবে এই অ্যাপটি ডাউনলোডের পর এই অ্যাপে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ আর এরপরেই অ্যাপটি সরিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ তবে, পতঞ্জলির তরফে আরও দাবি, এই অ্যাপটির ট্রায়াল চালানো হয়েছিল ৷ তবে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে অ্যাপটি তুলে নেওয়া হয় ৷
অনেক বিশেষজ্ঞ আবার এর সাফল্য নিয়েও সন্দিহান। সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর)-এর শীর্ষ কর্তা ফয়জল কায়ুসার মতে, শুধুমাত্র স্বদেশি বলেই হোয়াট্সঅ্যাপের মতো ম্যাসেজিং অ্যাপকে টক্কর দেওয়াটা সহজ হবে না। পাশাপাশি, উদ্বোধনের এক দিন পরেই বাজার থেকে গায়েব হওয়ার ‘কিম্ভো’র চলার পথটা আরও কঠিন হয়ে গেল বলে মনে করছেন অনেকে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 5:22 PM IST










