প্যান কার্ডের বদলে আধার দিয়েই চলবে কাজ? জানুন বিশদে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
আধার কার্ড যদি আগে থেকেই থাকে, তাহলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা আর সেক্ষেত্রে লাগবে না।
#নয়া দিল্লি: সম্ভবত আগামী বাজেটেই প্যান কার্ড নিয়ে বড় কোনও ঘোষণা হতে পারে। ২০২৩-২০২৪ এর বাজেটে (Budget 2023-24) কেন্দ্রীয় সরকার কিছু আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ডের প্রয়োজনীয়তা দূর করতে পারে। কারণ, আধার কার্ড যদি আগে থেকেই থাকে, তাহলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা আর সেক্ষেত্রে লাগবে না। যদিও কেন্দ্রীয় সরকার এখনও এবিষয়ে কোনও ঘোষণা কিংবা ইঙ্গিত কিছু দেয়নি।
জানা গিয়েছে, বিভিন্ন ব্যাঙ্কগুলি কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত এ বিষয়ে পরামর্শ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলির দাবি, যেহেতু অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে, তাই প্যানের প্রয়োজন সেক্ষেত্রে নেই।
ইকোনমিক টাইমসে সম্প্রতি সরকারি একজন অফিসার জানিয়েছেন, সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব এসেছে এবং সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। বর্তমানে আর্থিক লেনদেনের সময় যদি প্যান কার্ড না জমা দেওয়া হয়, তাহলে আয়কর আইনের ধারা ২০৬এএ অনুযায়ী লেনদেনের উপর ২০ শতাংশ পর্যন্ত কর ধার্য করার নিয়ম রয়েছে।
advertisement
advertisement
ওই আধিকারিক জানিয়েছেন, কিছু ব্যাঙ্ক ইতিমধ্যে সরকারের কাছে গ্রাহক আয়কর আইনে সংশোধনের পরামর্শ দিয়েছেন। কারণ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে।
প্রসঙ্গত, ব্যাঙ্ক থেকে টাকা লেনদেনের সময় কিছু সমস্যা সামনে এসেছিল এবং জালিয়াতি ও কর ফাঁকি ঠেকাতে প্যান কার্ড কার্যকর করা হয়েছিল।যদি কোনও গ্রাহক প্রচুর পরিমাণে লেনদেন করেন, তবেই প্যান কার্ডের প্রয়োজন হয়।
advertisement
বিশেষজ্ঞরা মনে করেন, প্যান কার্ড নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিলে করদাতারা উপকৃত হবেন। কিছু লেনদেনের উপর কর থাকতে পারে। একজন ব্যক্তি যদি এক বছরে ২০ লাখের বেশি লেনদেন করেন, তবে তাঁকে প্যান কার্ড দেখাতে হয়। যদিও এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। রিপোর্টে প্রকাশ, আগামী বাজেটে সম্ভবত এ বিষয়ে কোনও বড় ঘোষণা করতে পারে সরকার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 3:20 PM IST