মাত্র ২৫০০ টাকায় EV স্টেশন খুলে প্রতি মাসে আয় করুন বিপুল টাকা

Last Updated:

সাবসিডি দেওয়ার কারণে চার্জারের দাম প্রায় ৭০ শতাংশ কমে যাবে ৷

#নয়াদিল্লি: কম ইনভেস্ট করে মোটা টাকা আয় (Earn money) করার জন্য রয়েছে বড় সুযোগ ৷ দিল্লি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এবার মল, অ্যাপার্টমেন্ট, হাসপাতাল ও শহরের বিভিন্ন জায়গায় ইলেক্ট্রিক গাড়ির জন্য নিজের চার্জার লাগানো যেতে পারে ৷ এই ইলেক্ট্রিক ভেহিকেল চার্জার টু উইলার এবং থ্রি উইলার ব্যাটারি গাড়ি চার্জ করতে পারবে ৷ দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট এই বিষয়ে ঘোষণা করেছেন ৷
দিল্লি সরকার এর জন্য সিঙ্গল ইউন্ডো সিস্টেম (Single window system) তৈরি করেছে যার মাধ্যমে ইভি চার্জার পয়েন্ট বানানোর আবেদন করা যেতে পারে ৷ কোনও ব্যক্তি ইভি চার্জার লাগাতে চাইলে ডিস্কমের পোর্টালে আবেদন করতে পারবেন বা হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন করতে পারবেন ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে করবেন আবেদন ?
আবেদনকারীরা পোর্টালে গিয়ে বিশ্বস্ত ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জার খুঁজে পেতে পারেন যা সরকার তালিকাভুক্ত করেছে। এই চার্জারের দামের তুলনা করতে পারবেন এবং অনলাইন বা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ৷ সিঙ্গল উইন্ডো পোর্টাল আবেদনকারীকে তাদের সুবিধা অনুযায়ী ইনস্টলেশন সেডিউল করার অনুমতি দিয়ে থাকে৷ হাল্কা ইভি চার্জারের জন্য ৬০০০ টাকা পর্যন্ত সাবসিডির লাভ নিতে পারবেন ৷ এবং বাকি টাকা (২৫০০ টাকা) নিজেকে দিতে হবে ৷ পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট জানিয়েছেন, সাবসিডি দেওয়ার কারণে চার্জারের দাম প্রায় ৭০ শতাংশ কমে যাবে ৷
advertisement
ইভি চার্জারের জন্য খুবই অল্প জায়গা লাগে ৷ এলইবি এসি-এর জন্য কেবল ১ বর্গ ফুট ও এসি ০০১ এর জন্য দুই বর্গ ফুট জায়গা লাগবে ৷ ডিসি ০০১ এর জন্য দুই বর্গ মিটার জায়গা এবং মাটি থেকে ২ মিটার উঁচুতে লাগানো হয় ৷ লাইট ইভি চার্জার এবং এসি ০০১ চার্জার দেওয়ালে ফিট করা হয় ৷ দিল্লি সরকার দেশের প্রথম ব্যুরো অফ স্ট্যান্ডার্স থেকে ভেরিফাই এলইভি চার্জার ইনস্টল করতে চলেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৫০০ টাকায় EV স্টেশন খুলে প্রতি মাসে আয় করুন বিপুল টাকা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement