Gold Price Today: সোনা ও রুপোর দামে বড় বদল! রেকর্ড দাম থেকে ১০০০ টাকা সস্তায় মিলছে সোনালি ধাতু

Last Updated:

মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম-

#নয়াদিল্লি: ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ বৃহস্পতিবার ১১ নভেম্বরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম (Gold price) ০.৩৩ শতাংশ অর্থাৎ ১৬৩.০০ টাকা বেড়ে গিয়েছে ৷ এর জেরে এদিন ১০ গ্রাম সোনার দাম ৪৯,০১৭ টাকা হয়ে গিয়েছে ৷ দাম বেড়েছে রুপোরও ৷ রুপোর দাম (Silver rate today) ১৭৫ টাকা অর্থাৎ ০.২৭ শতাংশ বেড়ে ৬৬০৫৩ টাকা হয়ে গিয়েছে ৷
রেকর্ড দাম থেকে ১০০০ টাকা সস্তায় মিলছে সোনা-
গত বছর ১১ নভেম্বর এমসিএক্সে সোনা ৫০,২৫৯ টাকায় ট্রেড করছিল ৷ রুপো ট্রেড করছিল ৬২,০৯৭ টাকা ৷ সেই হিসেব অনুযায়ী, বর্তমানে সোনা কেবল ১০০০ টাকা সস্তায় মিলছে ৷ প্রায় ৪০০০ টাকা দাম বেড়েছে রুপোর ৷ বিয়ের মরশুম শুরু হতে চলেছে ৷
advertisement
advertisement
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম
বাড়িতে বসেই এবার সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর মেসেজে সোনার লেটেস্ট দাম পাঠিয়ে দেওয়া হবে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতার চেক করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে৷ ‘BIS Care app’ এর মাধ্যমে গ্রাহকরা সোনার (Gold) শুদ্ধতা (Purity) যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা পাশাপাশি সোনা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন না ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনা ও রুপোর দামে বড় বদল! রেকর্ড দাম থেকে ১০০০ টাকা সস্তায় মিলছে সোনালি ধাতু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement