Petrol Diesel Prices : আজ শেষ হচ্ছে নির্বাচন, কাল থেকেই হু হু করে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!

Last Updated:

Petrol Diesel Prices : এই ভাবে কয়েকদিন লাগাতার দাম বাড়তে থাকলে প্রতি লিটারে দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ৷

#নয়াদিল্লি: সোমবার উত্তরপ্রদেশে শেষ দফার ভোট (Assembly Election in UP) ৷ গত কয়েকদিন ধরে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচন এদিন শেষ হতে চলেছে ৷ আর এর সঙ্গেই তেল সংস্থাগুলি মঙ্গলবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩৯ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ ৷ এর জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর চাপ বাড়তে শুরু করেছে তেল সংস্থাগুলির উপরে ৷
advertisement
সরকার ১৫ জুন ২০১৭ থেকে তেলের দাম সম্পূর্ণ ভাবে বাজারের উপর নির্ধারিত করে দিয়েছে ৷ অর্থাৎ বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ কিন্তু গত কয়েকদিন ধরে ৫ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে সরকার পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল গত ৪ মাস ধরে ৷ এই সময় ক্রুড অয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে যার জেরে পেট্রোলিয়াম সংস্থাগুলির উপরে দাম বৃদ্ধি করার চাপ অনেকটাই বেড়ে গিয়েছে ৷
advertisement
এনার্জি মার্কেট ও কমোডিটি এক্সপার্ট অজয় কেডিয়া জানিয়েছেন, ভারতীয় পেট্রোলিয়াম সংস্থাগুলির বড় লোকসান হচ্ছে ৷ চার মাস আগে যে দামে ক্রুড অয়েল কেনা হত এখন প্রায় তার দ্বিগুণ দাম দিতে হয় ৷ স্বাভাবিক ভাবে ভারসাম্য বজায় রাখতে দাম বাড়াতে হবে পেট্রোল ও ডিজেলের ৷  অনুমান করা হচ্ছে আগামিকাল থেকে প্রতি লিটারে ৫০ পয়সা বা তার বেশি দাম বাড়ানো হতে পারে ৷ এই ভাবে কয়েকদিন লাগাতার দাম বাড়তে থাকলে প্রতি লিটারে দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ৷
advertisement
বেশি কিছু এক্সপার্ট জানিয়েছেন, সংস্থাগুলি তাদের মার্জিনের ক্ষতিপূরণের জেরে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চলেছে ৷ আবগারি শুল্কের উপর যে ছাড় দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার দাবি জানানো হতে পারে ৷ আবগারি শুল্কে দেওয়া ছাড় সরকারের তরফে তুলে নেওয়া হলে পেট্রোলের দাম এক ধাক্কায় ৫ টাকা বেড়ে যেতে পারে ৷ অন্যদিকে, সংস্থাগুলি ধীরে ধীরে দাম বাড়ালেও ভারসাম্য বজায় রাখতে ৫-৬ টাকা বাড়াতে হবে পেট্রোলের ৷ এই হিসেবে মোট ১০ টাকা প্রতি লিটারে দাম বাড়তে চলেছে পেট্রোলের ৷ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসের দামও বাড়তে শুরু করে দেবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : আজ শেষ হচ্ছে নির্বাচন, কাল থেকেই হু হু করে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement