প্রথম বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখে নিন এখনই!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
#নয়াদিল্লি: নিজেদের প্রথম বেতন পেয়েই করে ফেলা প্রয়োজন কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। নিজেদের বেতন এভাবে বিনিয়োগ করতে পারলে আগামী দিনে একটি ফান্ড গড়ে তোলা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিক্সড ডিপোজিট (FD) -
বিভিন্ন ধরনের ব্যাঙ্কে রয়েছে এই ফিক্সড ডিপোজিট স্কিম। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে সুদের পরিমাণ কিছুটা আলাদা হলেও এই স্কিমে বিনিয়োগ করতে পারলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিভিন্ন ব্যাঙ্ক এই ধরনের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে ভাল সুদ দিয়ে থাকে। এর ফলে আগামী দিনে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের বেতন এই স্কিমে বিনিয়োগ করা প্রয়োজন।
advertisement
advertisement
মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP) -
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে সক্ষম তাদের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (Systematic Investment Plan) খুবই কার্যকরী। অনেক ক্ষেত্রেই অন্য কোথাও বিনিয়োগের থেকে এই এসআইপির (SIP) মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে গেলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এসআইপির ক্ষেত্রে কোনও রিস্ক না থাকলেও এই ধরনের ফান্ডে রিস্ক অনেকটাই বেশি।
advertisement
টার্ম ইনস্যুরেন্স (Term Insurance) -
এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবার আগে এটি করা খুবই দরকারি। বাজারে বিভিন্ন ধরনের টার্ম ইনস্যুরেন্স রয়েছে। নিজেদের প্রয়োজন মতো তা বেছে নিয়ে সেখানে বিনিয়োগ করা প্রয়োজন। কারণ দরকারের সময় এটি খুবই কাজে লাগবে। তাই কম বয়স থেকেই এখানে বিনিয়োগ শুরু করা প্রয়োজন। এক্ষেত্রে নিজেদের পরিবারের লোকেদের নমিনি করে শুরু করা যেতে পারে এখানে বিনিয়োগ। চাকরিজীবনের প্রথম থেকেই এখানে বিনিয়োগ করে যেতে পারলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রথম বেতন পেয়ে সবার আগে টার্ম ইনস্যুরেন্সে বিনিয়োগ করা শুরু করতে হবে।
advertisement
কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম -
- এই সকল ক্ষেত্রে বিনিয়োগ শুরু করার আগে নিজেদের কেওয়াইসি, প্যান কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি তৈরি করে নেওয়া প্রয়োজন।
- প্রতি বছর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো দরকার মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগের পরিমাণ।
Location :
First Published :
March 07, 2022 10:37 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রথম বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখে নিন এখনই!