দরকারে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আসবে বাড়িতে, অনলাইনে পরিষেবা বুক করুন এই ভাবে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সারা দেশের প্রতিটি জেলা, শহর এবং গ্রামের সকল নাগরিকদের জন্য উপলব্ধ।
#নয়াদিল্লি: দেশ জুড়ে চালু হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। সমস্ত রকম ব্যাঙ্কিং পরিষেবা এবার মিলবে গ্রাহকের বাড়ির দোরগোড়ায়। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সারা দেশের প্রতিটি জেলা, শহর এবং গ্রামের সকল নাগরিকদের জন্য উপলব্ধ।
আইপিপিবি ওয়েবসাইট অনুযায়ী, ‘নামমাত্র চার্জে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা মিলবে। গ্রাহক এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, টাকা জমা বা টাকা তোলা, রিচার্জ করা, বিল পরিশোধ করা, জীবন বিমা বা সাধারণ বিমা কেনা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন ঘরে বসে। বাড়িতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধাও মিলবে। শুধু তাই নয় অন্য ব্যাঙ্কে থাকা আধার লিঙ্ক অ্যাকাউন্টগুলিও অ্যাক্সেস করা যাবে’।
advertisement
advertisement
ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বেসিক সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এবং রেগুলার সেভিংস অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে।
বেসিক সেভিংস অ্যাকাউন্ট: এটি মূলত প্রাথমিক ব্যাঙ্কিং পরিষেবা দেয়। এতে প্রতি মাসে ৪ বার টাকা তোলা যায়। তবে এর বেশিবার টাকা তুলতে গেলেই প্রতি লেনদেনে ২৫ টাকা করে দিতে হবে। জিরো ব্যালেন্সেই অ্যাকাউন্ট খোলার সুবিধা মিলবে। প্রতি মাসে ন্যূনতম নির্দিষ্ট কোনও ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়। গ্রাহক বেসিক অ্যাকাউন্টের সঙ্গে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টকে চাইলেই লিঙ্ক করতে পারবেন।
advertisement
ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট: পেমেন্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপে এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। ১৮ বছর বয়সের ওপরে বৈধ আধার কার্ড এবং প্যান কার্ড থাকলে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। অ্যাকাউন্ট খোলার ১২ মাসের মধ্যে কেওয়াইসি জমা না দিলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। তার জন্য ডিজিটাল আকাউন্ট খুলে যে কোনও অ্যাকসেস পয়েন্টে একবার অন্তত যাওয়া প্রয়োজন। এটিও জিরো ব্যালেন্সে খোলা যায়। বছরে সর্বোচ্চ ২ লক্ষ টাকা রাখা যায় এই অ্যাকাউন্টে।
advertisement
রেগুলার সেভিংস অ্যাকাউন্ট: আইপিপিবি-র যে কোনও অ্যাক্সেস পয়েন্টে এই অ্যাকাউন্ট খোলা যাবে। এটি নিজের টাকার নিরাপত্তার জন্য, টাকা তোলার জন্য, জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায় । এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। আইপিপিবি-র অফিসিয়াল ওয়েবসাইটে বিশদে উল্লেখ রয়েছে সে সবের। এই অ্যাকাউন্টে টাকা রাখার ব্যাপারে কোনো উর্ধ্বসীমা নেই। জিরো ব্যালেন্সেই এই অ্যাকাউন্ট খোলা যায়। প্রতি মাসে ন্যূনতম নির্দিষ্ট কোনও টাকা রাখা বাধ্যতামূলক নয়।
advertisement
১৫৫২৯৯ নম্বরে ফোন করলেই ঘরে বসে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন গ্রাহকরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দরকারে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আসবে বাড়িতে, অনলাইনে পরিষেবা বুক করুন এই ভাবে!