PM Kisan : আপনার স্টেটাসে এটা দেখাচ্ছে ? তাহলে শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা!

Last Updated:

PM Kisan: ২০১৪ সালে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷

#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন ৷ এর জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া চলছে ৷ পিএম কিষান ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যে কৃষকদের ই-কেওয়াইসি আপডেট হয়ে গিয়েছে তাদের স্টেটাসও আপডেট করা হচ্ছে ৷ কৃষকদের স্টেটাসে যদি FTO is Generated and Payment confirmation is pending লেখা আসে তার মানে সরকারে তরফে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং সরকার পেমেন্ট নিয়ে কনফার্মেশন জারি করে দিয়েছে ৷ এই কৃষকদের অ্যাকাউন্টে শীঘ্রই আসতে চলেছে আগামী কিস্তির টাকা ৷
আবার কিছু কৃষকদের অ্যাকাউন্টে e-KYC লেখা রয়েছে ৷ এই কৃষকদের আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য প্রথমে ই-কেওয়াইসি আপডেট করতে হবে ৷ এপ্রিল থেকে অনলাইন ই-কেওয়াইসি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ৷ এখন এর জন্য কৃষকদের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷
advertisement
advertisement
এই দিন আসতে পারে টাকা-
অনুমান করা হচ্ছে এপ্রিলে সরকার কৃষকদের যোজনার ১১তম কিস্তির টাকা দিতে চলেছে ৷ এটাও অনুমান করা হচ্ছে যে রামনবমীর দিন অর্থাৎ ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে সরকার  ৷ গত বছর এপ্রিল-জুলাইয়ের কিস্তির টাকা ১৫ মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ সেই হিসেব অনুযায়ী, এবার এক মাস আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে ৷
advertisement
২০১৪ সালে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷ যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা অর্থাৎ ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷
advertisement
কৃষকরা এই ভাবে চেক করে নিন স্টেটাস
  • সবার প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে
  • ওয়েবসাইটের বাঁদিকে কিষান কর্নারে ক্লিক করতে হবে
  • এরপর বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে
  • এখানে আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে লিস্টে নিজের নাম চেক করতে পারবেন
  • আপনার নামের আগে FTO is Generated and Payment confirmation is pending লেখা রয়েছে কিনা দেখে নিন
  • কোনও রকমের সমস্যার ক্ষেত্রে হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : আপনার স্টেটাসে এটা দেখাচ্ছে ? তাহলে শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement