New Business Idea: ব্যবসা করে মোটা টাকা আয় করতে চাইছেন ? দেখে নিন কী করতে হবে...

Last Updated:

New Business Ideas: এবার ফল উৎপাদনের পাশাপাশি কাটিং থেকে চারা তৈরি করেও বাড়তি আয়ের পথ দেখছেন। বাণিজ্যিকভাবে উৎপাদিত চারা গাছ দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্য পাড়ি দিচ্ছে। 

+
ড্রাগন

ড্রাগন চারা

উত্তর ২৪ পরগণা: ৫ লক্ষ ড্রাগন চারা ভিন রাজ্যে রফতানিতে লাভের দিশা বসিরহাটের যুবকের। বিদেশি ফল হলেও বিগত কয়েক বছরে এদেশে ড্রাগন ফলের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ুর পাশাপাশি এ রাজ্য বেশ কিছু জায়গায় বহুল পরিমাণে ড্রাগন ফলের চাষ হয়। তবে বসিরহাটের মধ্যমপুরের বসুন্ধরা নার্সারির উদ্যোক্তা শাহরুখ ইসলাম শুধুমাত্র ড্রাগন ফল চাষ নয়। ড্রাগন ফল বাণিজ্যিকভাবে চাষের পাশাপাশি সেই গাছের কাটিং থেকে ৫ লক্ষ ড্রাগন চারা তৈরি করেছেন।
advertisement
advertisement
উল্লেখ্য তাদের কৃষি জমিতে কয়েক বছর ধরে ড্রাগন ফল চাষ করছেন এবং বেশ ভাল আয়ও করছেন। ড্রাগন ফল সাধারণত বছরে দু’বার উৎপন্ন হয়। সেই সময় বাড়তি উৎপাদন পেতে উদ্যোক্তা এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে ভাল সাফল্য পায়। তবে শুধুমাত্র ফল উৎপাদন নয়, এবার ফল উৎপাদনের পাশাপাশি ডাল কাটিং থেকে চারা তৈরি করেও বাড়তি আয়ের পথ দেখছেন।
advertisement
বাণিজ্যিকভাবে উৎপাদিত চারা গাছ দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্য পাড়ি দিচ্ছে।ড্রাগন ফলের জন্য খুব বেশি বৃষ্টির প্রয়োজন হয় না। সেই সঙ্গে মাটির গুণাগুণ খুব একটা ভাল না হলেও এ ফল ভাল জন্মাতে পারে বরং বেলে মাটিতেও চাষ হতে পারে। জৈব পদার্থ এবং বেলে মাটি এর চাষের জন্য সবচেয়ে ভাল। ড্রাগন চাষের জন্য বছরে ৫০ সেন্টিমিটার বৃষ্টি ও ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহজেই চাষ করা যায়। জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ব্যবসা করে মোটা টাকা আয় করতে চাইছেন ? দেখে নিন কী করতে হবে...
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement