Moubani Wedding: সরকার বাড়িতে বিয়ের সানাই বেজেছে। ম্যাজিশিয়ানের মেজো মেয়ের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হল আইবুড়োভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক। বিয়ের পর বরের মাথা খাবে।
Last Updated: Nov 23, 2025, 16:37 IST


