ছাদবাগানে মাথা দোলাবে ডাগর ডাগর ডালিয়া! কী ভাবে গাছ বড় করবেন, জেনে নিন সহজ কৌশল
- Published by:Tias Banerjee
Last Updated:
ডালিয়া মেক্সিকো শহরের আদি ফুল, শীতকালে বর্ণবৈচিত্র্য ও আকর্ষণীয় আকারে জনপ্রিয়। প্রসিদ্ধা ব্যানার্জি গাছের পরিচর্যা ও রোগ দমনের উপায় জানিয়েছেন।
advertisement
advertisement
দৃষ্টিনন্দন পাপড়ির বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। কোনওটা এক রঙ আবার কোনওটায় একাধিক রঙের মিশ্রণ। ডালিয়া মূলত আকারে বড় হলেও ছোট সাইজের ডালিয়াও পাওয়া যায়। ছাদ বাগানে কিংবা বাড়ির বাগানের ডালিয়া ফুটে থাকলে বাগানের চিত্র যেন রঙিন হয়ে যায়। তবে বাড়িতে ভাল ডালিয়া কী ভাবে তৈরি করবেন এ বিষয়ে জানালেন ছাদ বাগানি প্রসিদ্ধা ব্যানার্জি।
advertisement
ডালিয়া যেমন সুন্দর ফুল দেয় ঠিক তেমনি প্রয়োজন বেশ পরিচর্যাও। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ডালিয়ায় কিছু কিছু সময় পাতায় ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। ডালিয়ার গাছে জাব পোকা, থ্রিপস ও মাকড়ের আক্রমনে বেশি ক্ষতি করে থাকে। জাব পোকা ও থ্রিপস দমনের জন্য মাত্রানুযায়ী রাসায়নিক কীটনাশক জলের সঙ্গে মিশিয়ে সন্ধ্যার সময় স্প্রে করতে হবে। এই গাছে মোটামুটি নিয়মিত জল দিতে হবে।
advertisement
ডালিয়া যেমন সুন্দর ফুল দেয় ঠিক তেমনি প্রয়োজন বেশ পরিচর্যাও। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ডালিয়ায় কিছু কিছু সময় পাতায় ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। ডালিয়ার গাছে জাব পোকা, থ্রিপস ও মাকড়ের আক্রমনে বেশি ক্ষতি করে থাকে। জাব পোকা ও থ্রিপস দমনের জন্য মাত্রানুযায়ী রাসায়নিক কীটনাশক জলের সঙ্গে মিশিয়ে সন্ধ্যার সময় স্প্রে করতে হবে। এই গাছে মোটামুটি নিয়মিত জল দিতে হবে।
advertisement
